বাংলাদেশ ভূমি অফিসার্স কল্যাণ সমিতি চট্টগ্রাম জেলার নির্বাচন সম্পন্ন হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন জি. এম জহির উদ্দিন। সহ–সভাপতি নির্বাচিত হয়েছেন মোহাম্মদ জসিম উদ্দিন ভূইয়া ও মোহাম্মদ জসিম উদ্দিন। সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন মো. ফয়জুল ইসলাম (বাচ্চু)। অন্যান্য নির্বাচিতরা হলেন, যুগ্ম সম্পাদক পদে মুহাম্মদ মইনুল ইসলাম চৌধুরী ও মো. হারুন অর রশিদ, সাংগঠনিক সম্পাদক পদে প্রবাল বড়ুয়া, সহ–সাংগঠনিক সম্পাদক পদে কাজী মো. হোসাইন, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে কোরবান আলী, সহ–প্রচার ও প্রকাশনা সম্পাদক সঞ্জী চৌধুরী, সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক পদে অরুণ বড়ুয়া, অর্থ সম্পাদক পদে মোহাম্মদ শাখাওয়াৎ হোসেন, দপ্তর সম্পাদক পদে মুহাম্মদ ইফতেখার উদ্দিন, মহিলা সম্পাদক পদে শাহানাজ পারভীন, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক পদে এ বি এম মাসুদ হোসেন এবং নির্বাহী সদস্য পদে সৈয়দ মো. আবু বকর সিদ্দিক, মো. রফিকুল ইসলাম, মঞ্জুর আলম খান, মুহাম্মদ তৌহিদুল আলম, মোহাম্মদ হাসান ও জুলকার নাঈম নির্বাচিত হয়েছেন। গতকাল সমিতির প্রিজাইডিং অফিসার মো. নাসিম উদ্দীনের সাক্ষরিত একটি বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।












