ভূজপুরে সড়ক দুর্ঘটনায় শিশুর মৃত্যু

ফটিকছড়ি প্রতিনিধি | মঙ্গলবার , ১৩ সেপ্টেম্বর, ২০২২ at ১১:০৮ পূর্বাহ্ণ

ভূজপুরে সড়ক দুর্ঘটনায় ইমাম হোসেন (৯) নামক এক শিশু নিহত হয়েছে। গতকাল সোমবার সকাল ১১টার দিকে ভূজপুর ইউপির জঙ্গলখৈয়া নামক এলাকায় নসিমনের চাপায় ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই শিশুর।
নিহত ইমাম ভূজপুর ইউপির ৫নং ওয়ার্ড জঙ্গলখৈয়া এলাকার মো. ইসমাইলের একমাত্র পুত্র সন্তান। নিহত শিশুর বাবা ইসমাইল হোসেন জানান, আমার ছেলে বাড়ির পাশের রাস্তায় খেলা করছিল। আমি গাড়ি চালাতে গিয়েছিলাম তার মা গেছে কিস্তি দিতে। ঘটনার কথা শোনা মাত্র আমি এসে দেখি আমার ছেলে আর নাই।
জানা যায়, নসিমন গাড়িটি অন্য একটি গাড়িকে সাইট দিতে গিয়ে শিশুটিকে চাপা দেয়। এ সময় পথচারীরা ওই শিশুকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পূর্ববর্তী নিবন্ধকাসেম স্মৃতি সংসদের খাবার বিতরণ
পরবর্তী নিবন্ধচুয়েট শিক্ষক সমিতির সম্মাননা প্রদান