ভূজপুরে ব্যবসায়ীর বাড়ি থেকে আড়াই হাজার লিটার সয়াবিন জব্দ

ফটিকছড়ি প্রতিনিধি | রবিবার , ৮ মে, ২০২২ at ১১:১৮ পূর্বাহ্ণ

ফটিকছড়ির ভূজপুর থানার বাগান বাজার ইউনিয়নের এক ব্যবসায়ীর বাড়িতে অভিযান চালিয়ে ২ হাজার ৩২৮ লিটার সয়াবিন তেল জব্দ করেছে ভ্রাম্যমান আদালত।

পরে ওই ব্যবসায়ীকে অবৈধভাবে তেল মজুত করার অপরাধে ৪০ হাজার টাকা জরিমান করা হয়।

শনিবার (৭ মে) গোপন সূত্রের ভিত্তিতে ব্যবসায়ী আক্তার হোসেনের বাড়িতে অভিযান চালান উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস এম আলমগীর। এ সময় দাঁতমারা তদন্ত কেন্দ্রের ইনচার্জ মনির হোসেনও উপস্থিত ছিলেন।

এ ব্যাপারে সহকারী কমিশনার (ভূমি) এস এম আলমগীর বলেন, গোপন সংবাদের ভিত্তিতে এক ব্যবসায়ীর বাড়িতে অভিযান চালিয়ে অবৈধভাবে মজুতকৃত ২৩২৮ লিটার সয়াবিন তেল জব্দ করা হয়।

ভোগ্যপণ্য নিয়ন্ত্রণ আইন অনুসারে ওই ব্যবসায়ীকে ৪০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয় এবং মজুদকৃত তেল চব্বিশ ঘন্টার মধ্যে খোলা বাজারে বিক্রি করার জন্য নির্দেশনা প্রদান করা হয়। জনস্বার্থে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

পূর্ববর্তী নিবন্ধমুহাম্মদ খায়রুল বশর
পরবর্তী নিবন্ধশেখ রাসেল শিশু পুনর্বাসন কেন্দ্রে সুবিধাবঞ্চিত শিশুদের ঈদ মেলা