ফটিকছড়ির ভূজপুর থানাধীন বাগানবাজার ইউনিয়ন থেকে রাজিয়া সুলতানা (৩৬) নামে এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (২৭ জুন) সকালে বাগানপাড়া থেকে মরদেহটি উদ্ধার করা হয় বলে জানান ভূজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আবদুল্লাহ।
রাজিয়া সুলতানা বাগানবাজার ইউনিয়নের আলমপুর এলাকার মৃত মোফাজ্জল মিয়ার মেয়ে। ওসি শেখ আবদুল্লাহ বলেন, বাগানপাড়া থেকে রাজিয়া সুলতানা নামে এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহের সুরতহাল তৈরি করা হয়েছে। শরীরে আঘাতের চিহ্ন নেই। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, আত্মহত্যা করেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) মর্গে পাঠানো হচ্ছে।