নির্বাচন কমিশনের ঘোষিত তফশিল অনুযায়ী আগামী ১৫ জুন ফটিকছড়ি উপজেলার ভূজপুর ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে চেয়ারম্যান পদে সর্বমোট ৬ জন প্রার্থী মনোনয়ন পত্র জমা দিয়েছেন। তারা হলেন– আওয়ামী লীগের দলীয় প্রার্থী বর্তমান চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. ইব্রাহীম তালুকদার, স্বতন্ত্র প্রার্থী শাহজাহান চৌধুরী শিপন, তরিকত ফেডারেশন ভূজপুর শাখার সভাপতি হাফেজ মো. বেলাল উদ্দীন, তাপশ চন্দ্র বাবু, উপজেলা আওয়ামী লীগের সদস্য আব্দুল হামিদ (হামিদুল্লাহ) ও নাসির উদ্দিন মুন্সি।
মহিলা সংরক্ষিত তিনটি ওয়ার্ডে মোট ১২ জন প্রার্থী মনোনয়ন ফরম জমা দিয়েছেন। এছাড়া সাধারণ ওয়ার্ডের মধ্যে মোট ৪৫ জন সদস্য প্রার্থী মনোনয়ন পত্র জমা দেন। ফটিকছড়ি উপজেলার নির্বাচন কর্মকর্তা দেবাশীষ দাস এ তথ্য নিশ্চিত করেন।
উল্লেখ, তফসিল অনুযায়ী মনোনয়ন পত্র বাছাই ১৯ মে, প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২৬ মে এবং ভোট গ্রহণ ১৫ জুন অনুষ্ঠিত হবে।












