ভূজপুরে কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন

আজাদী প্রতিবেদন | বুধবার , ১৬ ফেব্রুয়ারি, ২০২২ at ৬:০৩ পূর্বাহ্ণ

ভূজপুরে এক কিশোরীকে ধর্ষণ মামলায় মো. মুরাদ (২৪) নামের এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড, ১০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও চার মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত। গতকাল মঙ্গলবার চট্টগ্রামের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৭ বিচারক ফেরদৌস আরা এ রায় ঘোষণা করেন। এ সময় আসামি মো. মুরাদ কাঠগড়ায় হাজির ছিলেন। ট্রাইব্যুনালের পিপি খন্দকার আরিফুল আলম আজাদীকে বিষয়টি নিশ্চিত করে বলেন, মঙ্গলবার রায়ের জন্য দিন ধার্য ছিল। সে অনুযায়ী রায় সম্পন্ন হয়েছে। পুরো বিচার পক্রিয়ায় আদালত গুরুত্বপূর্ণ ছয় জনের সাক্ষ্য নিয়েছেন।
ট্রাইব্যুনালের বেঞ্চ সহকারী কপিল উদ্দিন বলেন, ২০১৭ সালের ১৬ জুন ধর্ষণের ঘটনাটি ঘটে। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯ (১) ধারায় মো. মুরাদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়। মামলার এজহারে বলা হয়, ইচ্ছার বিরুদ্ধে গিয়ে জোরপূর্বক কিশোরীকে ধর্ষণ করা হয়। তিনি আরো বলেন, ২০১৮ সালের ১ আগস্ট আসমি মো. মুরাদের বিরুদ্ধে চার্জগঠন করে বিচার শুরুর আদেশ দেন।

পূর্ববর্তী নিবন্ধবিশ্ববিদ্যালয় ছাত্রী ও স্কুল ছাত্রের আত্মহত্যা
পরবর্তী নিবন্ধআইসিইউর চিকিৎসক নিজেই আইসিইউতে