ভূজপুরে অসহায় পরিবারকে ঘর উপহার দিল রোটারি ক্লাব

| রবিবার , ১২ নভেম্বর, ২০২৩ at ১০:২৮ পূর্বাহ্ণ

ফটিকছড়ির ভূজপুরে অসহায় এক পরিবারকে পাকা ঘর নির্মাণ করে দিয়েছে রোটারি ক্লাব অব গ্রেটার চিটাগাং। রোটারি ক্লাব অব গ্রেটার চিটাগাংয়ের সভাপতি জামাল উদ্দীন সিকদারের অর্থায়নে আজ বিকেলে আনুষ্ঠানিকভাবে ঘরের চাবি হস্তান্তরসহ আরো ২০টি প্রজেক্ট বাস্তবায়ন করা হয়। এছাড়াও ভূজপুর ন্যাশনাল স্কুল এন্ড কলেজে সাইবার ক্রাইম সেমিনার, ব্লাড গ্রুপ নির্ণয় ও শিক্ষা সামগ্রী বিতরণ, ফকিরহাট মাদরাসা, কাজিরহাট এমদাদুল ইসলাম মাদরাসা ও আল মা’হাদুল বালক বালিকা মাদরাসায় শিক্ষা সামগ্রী বিতরণ, রজবিয়া নুরিয়া মাদরাসা, রাবার ড্রাম মাদারাসা ও গাছরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফার্ট এইট বঙ, টিফিন বঙ ও দুপুরের খাবার বিতরণ, ভূজপুর স্বাস্থ্য কমপ্লেঙে নেভোলেইজার বাথরুম নির্মাণ ও বেসিন স্থাপনসহ সড়কের মূল পয়েন্টে বিল বোর্ড স্থাপন করা হয়। ভূজপুর ইউপির ২নং ওয়ার্ডের কাজির টিলা নামক স্থানের বাসিন্দা অসহায় মুহাম্মদ নুুরুল আলমকে এ ঘর উপহার দেন। জুলাই মাসে ঘরের নির্মাণ কাজে শুরু হয়ে গত ৫ নভেম্বর বাড়ির নির্মাণ কাজ শেষ হয়। হস্তান্তরকালে প্রধান অতিথি ছিলেন ড্রিস্ট্রিক গভর্ণর ইঞ্জিনিয়ার মতিউর রহমান।

এসময় ডিস্টিক্ট সেক্রেটারী ও চার্টার প্রেসিডেন্ট মোঃ শাহজাহান, ভূজপুর ইউপি চেয়ারম্যান শাহজাহান চৌধুরী শিপন, এডিশনাল এরিয়া ডাইরেক্টর পিপি এমাদাদুল আজিজ চৌধুরী, এসিসটেন্ড গভর্ণর পিপি ইঞ্জিনিয়ার আমজাদ হোসেন, ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ সালাহউদ্দিন, সেক্রেটারি মোঃ বেলাল, রোটারিয়ান আমিনুল ইসলাম মাসুদ, রোটারেক্ট ফয়জুল, নাঈম হাসান, বাতেন, ইফতি, কাউছার প্রমুখ উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রাম হার্ট ফাউন্ডেশনের নিয়মিত সভা
পরবর্তী নিবন্ধস্বাধীন বিচার ব্যবস্থা প্রতিষ্ঠায় আইনজীবীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন