আমাদের সুপেয় পানি বহুলাংশে ভূগর্ভস্থ পানির উপর নির্ভর করে। গবেষণায় দেখা গেছে সাধু পানির প্রায় ৯৭% পানি ভূগর্ভস্থ পানি থেকে আসে।
শুষ্ক মৌসুমে ভূগর্ভস্থ পানির স্তর নিচে নেমে যাওয়ায় দেশজুড়ে বিভিন্ন অঞ্চলে সুপেয় পানির অভাব দেখা দেয়। ভরা মৌসুমে নদী–জলাশয়ে সাধু পানি পাওয়া গেলেও শুষ্ক মৌসুমে এসব পানি শুকিয়ে যায়। ফলস্বরূপ আবাদি জমিতে খরাপ্রবণতা মারাত্মক আকার ধারণ করে। একদিকে খাবার পানির সংকট অন্যদিকে কৃষিজমিতে সেচের পানির অভাব এ দুই মিলে প্রান্তিক জনমনে বিশৃঙ্খল অবস্থা দেখা দেয়। তাই সেচ প্রকল্পসহ মিটা পানির উৎস ধরে রাখতে ভূগর্ভস্থ পানির অপব্যবহার রোধ করতে হবে। সেচক্ষেত্রে ভূগর্ভস্থ পানির ব্যবহার কমাতে নদী জলাশয়ে পূর্ব থেকে পানি ধরে রাখতে সচেতনতা ও ব্যবস্থা গ্রহণ করা অতীব জরুরি।
রিফাত সাখাওয়াত
বাংলা বিভাগ,
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।