ভুয়া আইডি থেকে খসরু ও সরওয়ার জামাল নিজামকে নিয়ে অপপ্রচার

থানায় জিডি

আনোয়ারা প্রতিনিধি | শনিবার , ২২ নভেম্বর, ২০২৫ at ১০:৪১ পূর্বাহ্ণ

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ‘বিএনপি মিডিয়া সেল’র নাম ব্যবহার করে ফেইক আইডি খুলে বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী ও চট্টগ্রাম১৩ (আনোয়ারাকর্ণফুলী) আসনে বিএনপি মনোনীত প্রার্থী সাবেক সংসদ সদস্য সরওয়ার জামাল নিজামকে নিয়ে বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গত বৃহস্পতিবার রাতে আনোয়ারা উপজেলা যুবদলের সদস্য সচিব ফারুক হোসেন আনোয়ারা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

জিডিতে উল্লেখ করা হয়, অজ্ঞাত ব্যক্তি বা একটি চক্র সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বিএনপি মিডিয়া সেল’র নাম ব্যবহার করে ভুয়া গ্রুপ তৈরি করে দলের স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী এবং চট্টগ্রাম১৩ (আনোয়ারাকর্ণফুলী) আসনে বিএনপির মনোনীত প্রার্থী সরওয়ার জামাল নিজামের রাজনৈতিক ভাবমূর্তি ক্ষুণ্ন করার উদ্দেশ্যে বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে। ফেসবুকে ‘বিএনপি মিডিয়া সেল’ গ্রুপ নাম দিয়ে ইউজারসিফ সিজান নামের একটি ফেইক আইডি থেকে গত ১৪ নভেম্বর একটি পোস্ট করা হয়। পোস্টে উল্লেখ করা হয়আমীর খসরু মাহমুদ চৌধুরী চট্টগ্রামে একাই রাজত্ব করার জন্য বাঘা বাঘা হেভিওয়েট ও ত্যাগী নেতাদের মনোনয়ন বঞ্চিত করে নতুন প্রার্থীর লিস্ট করেছেন। সেই পোস্টে ২১২ জন নানান মন্তব্য করেন। সেখানে সাবেক সংসদ সদস্য সরওয়ার জামাল নিজামকে নিয়ে আপত্তিকর মন্তব্য করার নিন্দা জানানো হয়।

এ ব্যাপারে চট্টগ্রাম১৩ (আনোয়ারাকর্ণফুলী) আসনে বিএনপি মনোনীত প্রার্থী সরওয়ার জামাল নিজাম জানান, দল আমাকে মনোনয়ন দেওয়ার পর একটি চিহ্নিত মহল পরিচ্ছন্ন রাজনীতিবিদ দলের স্থায়ী কমিটির অন্যতম সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী ও আমার বিরুদ্ধে পরিকল্পিতভাবে অপপ্রচারে নেমেছে। আমাদের রাজনৈতিকভাবে হেয় করার উদ্দেশ্যে এসব করা হচ্ছে। তাছাড়া বিএনপি নামধারী এ চক্র আওয়ামী দোসর ও বহিরাগত লোক এনে এলাকায় নানান অপকর্ম করে যাচ্ছে। সেই সাথে শান্তিপূর্ণ আনোয়ারাকে অশান্ত করার চেষ্টা চলছে। এ ব্যাপারে আমি দলের হাইকমান্ডকে অবহিত করেছি।

আনোয়ারা উপজেলা যুবদলের সদস্য সচিব ফারুক হোসেনের অভিযোগ, বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী ও সরওয়ার জামাল নিজামের সুনাম ও রাজনৈতিক ভাবমূর্তি ক্ষুণ্ন করার উদ্দেশ্যে একটি মহল অপপ্রচারে লিপ্ত রয়েছে। এ ব্যাপারে থানায় জিডি করা হয়েছে। আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন জানান, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

পূর্ববর্তী নিবন্ধপটিয়ায় চার একর জমিতে গড়ে উঠবে ইঞ্জিনিয়ারিং কলেজ
পরবর্তী নিবন্ধসুপার ওভারে ভারতকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ