ভুলবে না কেউ শেখ মুজিবকে
ভুলবে না কেউ বীরদের
রক্তে রাঙা পতাকা আর
উন্নত সেই শিরদের।
শহীদের তাজা রক্তে
সবুজ আঁচল খানি
ইতিহাসের পাতায় তারা
অমর বীর সেনানী।
মাতৃভূমির মান বাঁচাতে
সাহস নিয়ে মনে
গিয়েছিলো দেশের মানুষ
একাত্তরের রণে।
শৌর্য বীর্যে উড়লো নিশান
সেইতো সবার জানা
বঙ্গবন্ধু জাতির পিতা
তোমার আমার মিতা।