ভুলগুলো সরিয়ে ফেলা দরকার

মুনা চৌধুরী | বুধবার , ১২ জুলাই, ২০২৩ at ৬:০৬ পূর্বাহ্ণ

নিজেকে ঘৃণা করবার আগে ভুলগুলো সরিয়ে ফেলা দরকার

বেশিরভাগ ক্ষেত্রেই তা সম্ভব হয়না,

বেলা গড়ায়, ভেঙে পড়ে বালুচর

ঘৃণারা ততদিনে মাথাচাড়া দিয়ে ওঠে

কাজকর্মে পরিণত হয় তছনছের পাহাড়

কেউ কেউ পারে ঘুরে দাঁড়াতে, কেউ ভেঙেচুরে শেষ,

শুরু হয় আঁধারের বাহার।

নিজেকে ঘৃণা করবার আগে

ভুলগুলো সরিয়ে ফেলা বড্ড বেশি দরকার।

বোঝা না বোঝার দোলায় দুলতে থাকে দিনরাত্রির ভেলা

সন্দেহ আর অবিশ্বাসে ভাঙতে থাকে জগতের খেলা

স্বচ্ছতার মূল্য দখল করে নিয়েছে চালাকির মেলা

পুরোনো জঞ্জাল কুপিয়ে মারে উজ্জ্বল পূর্ণিমা আর বেলা

নিজেকে ঘৃণা করবার আগে দরকার ভুলগুলো সরিয়ে ফেলা।

সব ভুল অন্যের হবে তানা, নিজেরোও তো হয়

নিজের না হলেও কারো না কারোর তো হয়

ভুলগুলো ভুল না হলে কি হয়? হিংসা সন্দেহ

আর অবিশ্বাস মিলে যা হয় তাই হয়।

নারীর সাথে পুরুষের প্রেমে কি হয়?

বিশ্বাস আর শ্রদ্ধায়, ভালোবাসাময়

একটি ঐশ্বরিক প্রেম হয়।

তবুও ঘৃণারা ওঁৎ পেতে থাকে বিষদাঁত কামড়ে

জীবন নীল করে ফেলে

ভুলগুলো তাই সরিয়ে ফেলা দরকার

নিজেকে ঘৃণা করবার আগে।

পূর্ববর্তী নিবন্ধঅন্যায় যে করে আর যে সহে
পরবর্তী নিবন্ধপরিবেশ ও জীবন রক্ষার্থে পরিবেশবান্ধব ব্লক ইটের ব্যবহার