ভুতুড়ে

সাইদুল ইসলাম | শুক্রবার , ৬ সেপ্টেম্বর, ২০২৪ at ৭:২৩ পূর্বাহ্ণ

তোমার বিষণ্ন হাসি

আরও ভুতুড়ে করে তুলেছে

এই বাড়িটিকে

পালিয়ে কোথায়ইবা যাবে

আর কেই বা তোমার কথা বুঝবে

তোমার ভাষা সেও তো

বিলুপ্ত হয়ে গেছে কবেই

নিরীহ মানুষের মিছিল

এদিকেই আসছে

আর তাদের উর্ধ্বগামী হাতের

শীর্ণ আঙুলগুলো

যেন এক একটি ধারালো তরবারি

কিন্তু বসাতে পারবে কি কোপ

চতুর বাতাসের গলায়

পূর্ববর্তী নিবন্ধআমি জীবনানন্দবোধ রক্ত ঢেলে-ঢেলে হাঁটিতেছি একা
পরবর্তী নিবন্ধউচ্চাশা