‘ভুটান-বাংলাদেশের দীর্ঘ ৫০ বছরের সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক অবশ্যই প্রশংসনীয়। বর্তমান সরকারের যোগাযোগ, বাণিজ্যিক ও কূটনৈতিক সম্পর্ক অন্য যেকোন সময়ের চেয়ে অনেক উন্নত। আগামীতে দক্ষিণ এশিয়ার বাণিজ্যিক কেন্দ্রস্থল হবে বাংলাদেশ। তাই ভুটানের সাথে বাংলাদেশের বহু সম্ভাবনা রয়েছে।
গতকাল বুধবার ঢাকা গুলশানস্থ ভুটানের রাজকীয় দূতাবাসে রাষ্ট্রদূত রিনচেন কুয়েন্টসিলের সাথে সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের মহাসচিব অধ্যাপক মোহাম্মদ আবেদ আলীর নেতৃত্বে প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এসময় ভুটানের রাষ্ট্রদূত রিনচেন কুয়েন্টসিল উপরোক্ত মন্তব্য করেন।
সাক্ষাতে আরও উপস্থিত ছিলেন সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা পরিচালক বঙ্গবন্ধু গবেষক ড. মুহম্মদ মাসুম চৌধুরী, কেন্দ্রীয় উপদেষ্টা ডা. মাসুদ হাশেমী। সাক্ষাতকালে সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের নেতৃবৃন্দ বলেন, বিশ্বে রাজতন্ত্রের যত দেশ রয়েছে তার মধ্যে ভুটান ব্যতিক্রম। কারণ, জনগণের প্রত্যাশার পূর্বেই গণতান্ত্রিক সরকার ব্যবস্থা একমাত্র ভুটানই উদাহরণ। সাক্ষাতে দুই দেশের বন্ধুত্ব ও মানবাধিকার উন্নয়নে গুরুত্বাারোপ করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।