ভুটানের পার্লামেন্ট নির্বাচনে উদারপন্থি পিডিপির জয়

| বৃহস্পতিবার , ১১ জানুয়ারি, ২০২৪ at ১০:১১ পূর্বাহ্ণ

ভুটানের পার্লামেন্ট নির্বাচনের দেশটির সাবেক প্রধানমন্ত্রীর নেতৃত্বাধীন উদারপন্থি রাজনৈতিক দল পিপলস ডেমোক্র্যাটিক পার্টি (পিডিপি) জয় পেয়েছে। মঙ্গলবার অনুষ্ঠিত নির্বাচনে পার্লামেন্টের ৪৭ আসনের মধ্যে পিডিপি ৩০টি আসনে জয় পেয়েছে বলে গতকাল দেশটির নির্বাচন কমিশনের (ইসিবি) প্রকাশ করা প্রাথমিক ফলাফলে জানা গেছে। অবশিষ্ট ১৭টি আসনে পেয়েছে ভুটান টেন্ড্রেল পার্টি (বিটিপি)। গতকাল দিনের পরবর্তী সময় নির্বাচনের চূড়ান্ত ফল প্রকাশ করার কথা। খবর বিডিনিউজের।

১৫ বছর আগে থেকে রাজা শাসিত ভুটানে গণতান্ত্রিক গণতান্ত্রিক নির্বাচন শুরু হয়। এই নিয়ে দেশটিতে চতুর্থবারের মতো অবাধ নির্বাচন অনুষ্ঠিত হল। ২০০৭ সালে শেরিং তোবগে পিপলস ডেমোক্র্যাটিক পার্টি (পিডিপি) গঠন করেন। তিনি ২০১৩ থেকে ২০১৮ সাল পর্যন্ত দেশটির প্রধানমন্ত্রী ছিলেন। পিডিপি নির্বাচনে জয় পাওয়ায় ৫৮ বছর বয়সী তোবগে দ্বিতীয় মেয়াদের ফের পাঁচ বছরের জন্য ভুটানের প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন।

সাবেক এক আমলার নেতৃত্বে ২০২২ সালে ভুটান টেন্ড্রেল পার্টি (বিটিপি) গঠিত হয়। বিটিপি পার্লামেন্টের প্রধান বিরোধীদল হিসেবে দায়িত্ব পালন করবে বলে জানিয়েছেন বিশ্লেষকরা।

চীন ও ভারতের মাঝে হিমালয় কোলের দেশ ভুটান বিশ্বের অন্যতম সুখী দেশ হিসেবে পরিচিত। দেশটির লোকসংখ্যা ৮ লাখের কাছাকাছি। দেশটির সংখ্যাগরিষ্ঠ মানুষ বৌদ্ধ ধর্মাবলম্বী। দক্ষিণাঞ্চলীয় প্রতিবেশী ভারতের সঙ্গে ভুটানের গভীর অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক আছে। দেশটি ভারত থেকেই সবচেয়ে বেশি অর্থনৈতিক সহায়তা পায়। উত্তরাঞ্চলীয় প্রতিবেশী চীনের সঙ্গে ভুটানের কোনো আনুষ্ঠানিক কূটনৈতিক সম্পর্ক নেই। তবে সীমান্ত বিরোধ মিটিয়ে ফেলতে দেশ দুটির মধ্যে আলোচনা চলছে।

পূর্ববর্তী নিবন্ধসৌদি আরব এখনও ইসরায়েলের সঙ্গে সম্পর্ক ,স্বাভাবিক করতে আগ্রহী
পরবর্তী নিবন্ধরেখা চক্রবর্তী