সাফ উইমেন’স অনূর্ধ্ব–২০ চ্যাম্পিয়নশিপে টানা চতুর্থ জয় পেয়েছে বাংলাদেশ। বাংলাদেশ এবার ভুটানকে হারাল ৩–০ ব্যবধানে। খেলা শুরুর আধা ঘণ্টারও বেশি অপেক্ষার পর মিলে গোলের দেখা। এরপর ভুটানকে আরও চেপে ধরে দুই গোল আদায় করে নিলেন তৃষ্ণা–মুনকিরা। বসুন্ধরা কিংস অ্যারেনার প্র্যাকটিস গ্রাউন্ডে গতকাল বৃহস্পতিবার রাউন্ড রবিন লিগের ফিরতি দেখায় ভুটানকে ৩–০ ব্যবধানে হারায় বাংলাদেশ। জোড়া গোল উপহার দেন তৃষ্ণা রানী; অন্য গোলটি মুনকি আক্তারের। প্রথম দেখায় ভুটানকে ৪–১ গোলে হারিয়েছিল বাংলাদেশ। আসরে অজেয় যাত্রা ধরে রেখে বাংলাদেশ ১২ পয়েন্ট নিয়ে আছে টেবিলের শীর্ষে। আগামীকাল শনিবার মেয়েরা ফের মুখোমুখি হবে শ্রীলঙ্কার; তাদেরকে ৯–১ গোলে হারিয়ে টুর্নামেন্ট শুরু করেছিল স্বাগতিকরা। গতকাল খেলা শুরুর ৩৩তম মিনিটে এগিয়ে যায় বাংলাদেশ। ভুটানের এক ডিফেন্ডার নিজেদের বঙের মুখে বল ক্লিয়ার করতে ব্যর্থ হলে পেয়ে যান তৃষ্ণা রানী। দ্রুত বলের নিয়ন্ত্রণ নিয়ে একজনকে কাটিয়ে নিখুঁত শটে লক্ষ্যভেদ করেন তিনি। ৬২ মিনিটে লিড বাড়িয়ে নেওয়ার সুযোগ হাতছাড়া করে বাংলাদেশ। পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হন প্রথম গোলে অ্যাসিস্ট করা স্বপ্না। বঙে তৃষ্ণাকে দেখে বল উড়িয়ে মারেন ঐশি। তৃষ্ণা বলে শট নেওয়ার আগে তাকে ফেলে দেয় ভুটানের এক ডিফেন্ডার। স্পট কিক নিতে এসে স্বপ্না বল মারেন পোস্টের বাইরে। পরের মিনিটে ভুটানের গোলরক্ষককে একা পেয়েও গোল করতে পারেননি আরেক বদলি খেলোয়াড় মুনকি।
ব্যবধান দ্বিগুণ হয় ৬৫তম মিনিটে। গোল কিক নিতে গিয়ে পা পিছলে পড়ে যান ভুটান গোলরক্ষক। তবে তার বুটের হালকা স্পর্শে বল চলে যায় তার সতীর্থের কাছে। মুনকির চার্জে তিনিও বল হারালে পেয়ে যান তৃষ্ণা। ছুটে গিয়ে দারুণ শটে জাল খুঁজে নেন এই ফরোয়ার্ড। ৭৪তম মিনিটে বাংলাদেশের জয় অনেকটাই নিশ্চিত হয়ে যায়। স্বপ্না রানীর দূরপাল্লার শট লাফিয়ে ওঠা গোলরক্ষককে ফাঁকি দিয়ে ক্রসবারের ভেতরের কানায় লেগে পার হয় গোললাইন।
দিনের অন্য ম্যাচে, শ্রীলঙ্কাকে ৭–০ গোলে হারানো নেপাল ৯ পয়েন্ট নিয়ে আছে দ্বিতীয় স্থানে। পরবর্তী ম্যাচ বাংলাদেশ ও নেপাল উভয়ে জিতলে এই দুই দলের মধ্যকার ২১ জুলাইয়ের ম্যাচটি পরিণত হবে টুর্নামেন্টের অলিখিত ফাইনালে।