ভুটানে সাবিনাদের রুখে দিলেন তহুরারা

স্পোর্টস ডেস্ক | রবিবার , ১৭ আগস্ট, ২০২৫ at ৭:২৭ পূর্বাহ্ণ

ভুটানে ন্যাশনাল উইমেন্স লিগে খেলছেন বাংলাদেশের একঝাঁক ফুটবলার। লালসবুজের সেরা ১৫ ফুটবলার ভুটানের লিগ মাতাচ্ছেন দেশটির ৪ ক্লাবের জার্সিতে। বাংলাদেশের তারকা ফুটবলাররা গোলের বন্যা বইয়ে দিচ্ছেন প্রতিপক্ষের জালে। তবে শনিবার গোলবন্যা দেখা যায়নি। কারণ এই ম্যাচে যে মুখোমুখি হয়েছিল সাবিনাঋতুপর্ণাদের পারো এফসি এবং তহুরাশামসুন্নাহারদের রয়েল থিম্পু কলেজ। বাংলাদেশের ফুটবলারদের মধ্যেই লড়াই হয়েছে গতকাল। পয়েন্ট টেবিলে ভালো অবস্থানে থাকা সাবিনাঋতুদের পারো এফসিকে রুখে দিয়েছেন তহুরারা। ম্যাচটি ড্র হয়েছে ১১ গোলে। প্রথমার্ধে মাৎসুশিমা সুমাইয়ার গোলে এগিয়ে গিয়েছিল পারো এফসি। বিরতির পর গোল শোধ করে রয়েল থিম্পু কলেজ। রয়েল থিম্পু কলেজে তহুরা খাতুন, শামসুন্নাহার জুনিয়ার ও শাহেদা আক্তার রিপা খেলেছেন। পারো এফসিতে খেলছেন সাবিনা, ঋতুপর্ণা, সুমাইয়া ও মনিকা। রয়েল থিম্পু কলেছে যোগ দিয়েছেন বাংলাদেশ জাতীয় দলের অধিনায়ক আফঈদা খন্দকার ও স্বপ্না রানী। এই দুইজন অবশ্য ক্লাবটির হয়ে এএফসি চ্যালেঞ্জ কাপে খেলবেন। আফঈদা খন্দকার ও স্বপ্না রানী তাদের দলের এই ম্যাচটি গ্যালারিতে বসে দেখেছেন।

পূর্ববর্তী নিবন্ধডিসেম্বরে ভারত সফরে আসছেন মেসি
পরবর্তী নিবন্ধমহানগর কোকো স্মৃতি সংসদের প্রীতি ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন