ভুটান যাচ্ছে আজ বাংলাদেশ দল

সাফ অনূর্ধ্ব-১৭ নারী চ্যাম্পিয়নশিপ

স্পোর্টস ডেস্ক | শুক্রবার , ১৫ আগস্ট, ২০২৫ at ১১:১০ পূর্বাহ্ণ

সাফ অনূর্ধ্ব১৭ নারী চ্যাম্পিয়নশিপে অংশ নিতে আজ শুক্রবার ভুটানের উদ্দেশে রওনা দেবে বাংলাদেশ অনূর্ধ্ব১৭ নারী ফুটবল দল। ৩০ সদস্যের এই দলটি নিয়ে আশাবাদী বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে), যারা ইতোমধ্যে দলের প্রস্তুতি ও লক্ষ্য সম্পর্কে বিস্তারিত জানিয়েছে। বাংলাদেশসহ ভারত, ভুটান ও নেপাল খেলবে। ২০৩১ আগস্ট সব ম্যাচ থিম্পুর চাংলিমিথাং স্টেডিয়ামে হবে। রাউন্ড রবিন পদ্ধতিতে প্রতিটি দল একে অপরের সঙ্গে দুটি করে ম্যাচ খেলবে। এরপর সর্বোচ্চ পয়েন্টধারীর হাতে উঠবে ট্রফি।

২০ আগস্ট ভুটান ম্যাচ দিয়ে প্রতিযোগিতা শুরু করবে বাংলাদেশের মেয়েরা। একদিন বিরতি দিয়ে ২২ আগস্ট দলটির প্রতিপক্ষ ভারত। ২৪ ও ২৭ আগস্ট পর পর দুই ম্যাচে নেপালকে পাবে বাংলাদেশ। ২৯ আগস্ট ভুটান এবং ৩১ আগস্ট শেষ ম্যাচে ভারতের মুখোমুখি হবে তারা। দলের অধিনায়ক অর্পিতা বিশ্বাস বলেন, ‘আমরা ম্যাচ বাই ম্যাচ খেলতে চাই এবং আমাদের লক্ষ্য একটাই চ্যাম্পিয়ন হওয়া। দেশবাসীর কাছে অনুরোধ, আমাদের জন্য দোয়া করবেন।’ নারী উইং প্রধান মাহফুজা আক্তার কিরণ আশাবাদ ব্যক্ত করে বলেন, ‘দলে অভিজ্ঞ ও তরুণদের মিশেল রয়েছে। আমরা ধাপে ধাপে এগোতে চাই। টুর্নামেন্টে ভালো ফলাফল করে শিরোপা জয়ের লক্ষ্যেই আমাদের পরিকল্পনা।’ হেড কোচ মাহবুবুর রহমান লিটু বলেন, ‘আমাদের মেয়েরা নিজেদের সেরাটা দেওয়ার জন্য প্রস্তুত। সিনিয়র ও জুনিয়রদের সমন্বয়ে গড়া এই দলটি ফেডারেশনসহ দেশের মানুষের প্রত্যাশা পূরণে কাজ করবে।’ টুর্নামেন্টের সময়সূচি নিয়ে তিনি বলেন, ‘সাফ বা এএফসি যেকোনো আসরেই একদিন পরপর ম্যাচ হয়। এতে ক্লান্তি আসতেই পারে, তবে নিয়ম সবার জন্যই সমান। আমরা সেই অনুযায়ী প্রস্তুতি নিয়েছি।’ প্রস্তুতি ক্যাম্পে প্রধান দুই কোচ পিটার বাটলার ও মাহবুবুর রহমান লিটুর অনুপস্থিতিতে দলের দায়িত্ব সামলেছেন আবুল হোসেন। তিনি জানান, ‘বয়সভিত্তিক দল নিয়ে আমরা অনেক গুরুত্ব দিয়ে কাজ করছি। আশা করি মেয়েরা ভালো কিছু উপহার দেবে।’ এই টুর্নামেন্টের মাধ্যমে ভবিষ্যতের জাতীয় নারী দলের ভিত্তি তৈরি হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। দেশবাসীর দোয়ায় অনুপ্রাণিত হয়ে সাফল্যের পথে এগিয়ে যেতে চায় অর্পিতা ও তার দল।

২৩ সদস্যের বাংলাদেশ স্কোয়াড : ইয়ারজান বেগম, মেঘলা রানী, মমিতা খাতুন, শিউলি রায়, তানিয়া আক্তার, অর্পিতা বিশ্বাস (অধিনায়ক), ফাতেমা আক্তার, উম্মে কুলসুম, আরিফা আক্তার, মোসাম্মত আলমিনা, রেশমি আক্তার, থুইনুয়া মারমা, সুরভী আকন্দ প্রীতি, ক্রানুচিং মারমা, রিয়া, আলফি আক্তার, প্রতিমা রানী, জবা রানী, সুরভী রানী, মামনী চাকমা, ঈশিতা ত্রিপুরা, পূর্ণিমা মারমা ও আমেনা খাতুন।

পূর্ববর্তী নিবন্ধবয়স ভিত্তিক ক্রিকেট খেলোয়াড়দের প্রাথমিক বাছাই কার্যক্রম স্থগিত
পরবর্তী নিবন্ধসাউদার্ন ইউনিভার্সিটিতে এসপিএল-২ সম্পন্ন