ভীতি ও গুজবে কান না দেয়াই ভালো

হেলাল উদ্দিন চৌধুরী

| সোমবার , ৮ ফেব্রুয়ারি, ২০২১ at ৬:৪২ পূর্বাহ্ণ

টিকা গ্রহণের পর আমার কোনো ধরনের সমস্যা হয়নি। ভালো আছি। ভীতি ছড়ানো হয়েছে। এটা বাস্তবে নেই। নিজের সুরক্ষার জন্য সকলের টিকা নেয়া উচিত। নিজে সুরক্ষিত হলে সমাজ ও দেশ সুরক্ষিত হবে। অযথা ভীতি ও গুজবে কান না দেয়াই ভালো। টিকাদান কেন্দ্রে স্বাস্থ্য বিধি অবশ্যই মানা উচিত। প্রথম দিন চমেক হাসপাতাল কেন্দ্রে স্বাস্থ্যবিধি প্রতিপালনের কোনো চিহ্ন ছিল না।
সবাই হুমড়ি খেয়ে পড়েছে। যা উচিত নয়। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নজর দেবেন বলে আশা করি।

পূর্ববর্তী নিবন্ধদেশে প্রথম দিন টিকা নিলেন ৩১ হাজার ১৬০ জন
পরবর্তী নিবন্ধঅনেক হালকা লাগছে