ভিপি জিএস প্রার্থীরা কে কী ভাবছেন?

চবি প্রতিনিধি | শনিবার , ২৭ সেপ্টেম্বর, ২০২৫ at ১১:০২ পূর্বাহ্ণ

ছাত্রদল প্যানেলের ভিপি প্রার্থী সাজ্জাদ হোসেন রিদয় বলেন, “আমরা জয় লাভ করলে ইশতেহার অনুযায়ী আমাদের দেওয়া প্রতিটি প্রতিশ্রুতি পূরণ করব। আমাদের লক্ষ্য হলো শিক্ষার্থীদের অধিকার রক্ষা করা এবং শিক্ষার পরিবেশ নিশ্চিত করে শিক্ষাঙ্গনকে আরও কার্যকরভাবে পরিচালনা করা। বিশেষ করে শিক্ষার্থীদের আবাসন ব্যবস্থার দুর্গতি নিরসন, যাতায়াত ব্যবস্থার সমস্যা সমাধান, শাটলের নানাবিধ সমস্যা সমাধান, ডাইনিংয়ের খাবারে মান উন্নত করা, শিক্ষার্থীদের পড়াশোনার বিষয়ে যাবতীয় সমস্যা সমাধানে কাজ করবো আমরা।

ছাত্রশিবির প্যােেনলের ‘সমপ্রীতির শিক্ষার্থী জোট’র চাকসু ভিপি প্রার্থী ইব্রাহিম রনি শিক্ষার্থীদের সার্বিক কল্যাণে পাঁচ দফা অঙ্গীকার ঘোষণা করেছেন। তার ইশতেহারে রয়েছে নিরাপদ ক্যাম্পাস নিশ্চিতকরণ, শতভাগ আবাসন ব্যবস্থা, উন্নত যাতায়াত সেবা, আধুনিক মেডিকেল সেন্টার এবং টিএসসি নির্মাণ। তিনি বলেন, শিক্ষার্থীরা প্রায়ই নিরাপত্তাহীনতায় ভোগেন তাই প্রথম লক্ষ্য হবে নিরাপদ ক্যাম্পাস গড়ে তোলা। পাশাপাশি আবাসন সংকট নিরসনে নতুন হল নির্মাণ ও পুরনো হল সংস্কারের প্রতিশ্রুতি দেন তিনি। ক্লাসপরীক্ষায় নির্বিঘ্ন যাতায়াতের জন্য বিশ্ববিদ্যালয় বাস ও শাটল ট্রেনের সেবার মানোন্নয়ন এবং নিরাপত্তা জোরদারকেও তিনি জরুরি বলে উল্লেখ করেন। রনি আরও জানান, চবির মেডিকেল সেন্টারকে আধুনিক সুযোগসুবিধাসম্পন্ন করা হবে এবং টিএসসি নির্মাণের মাধ্যমে শিক্ষার্থীদের সুস্থ সাংস্কৃতিক চর্চায় সম্পৃক্ত হওয়ার সুযোগ সৃষ্টি করা হবে।

স্বতন্ত্র শিক্ষার্থী সম্মিলন’ প্যানেলের ভিপি মাহফুজুর রহমান বলেন, আমরা চাকসু নির্বাচনে নেমেছি শিক্ষার্থীদের অধিকার আদায়ের লক্ষ্যে। যেমনি ভাবে আমরা ২৪শের জুলাই আন্দোলনে ফ্যাসিস্টের বিরুদ্ধে সংগ্রাম করেছি। যদি আমাকে শিক্ষার্থীরা ভোট দিয়ে ভিপি হিসেবে জয়যুক্ত করে কাজ করার সুযোগ দেয়, তাহলে আমি শিক্ষার্থীদের জন্য নিজের সর্বোচ্চটা দিয়ে কাজ করবো। কোন শিক্ষার্থী যেন একাডেমিক কাজে কোন ভোগান্তি পোহাতে না হয় সেই ব্যবস্থা করবো। আবাসিক সমস্যা সমাধান, যাতায়াত ব্যবস্থাসহ শিক্ষার্থীদের যাবতীয় সমস্যা সমাধানে প্রশাসনকে বাধ্য করবো।

বৈচিত্র্যের ঐক্য প্যানেলের জিএস পদপ্রার্থী সুদর্শন চাকমা বলেন, ২৩০০ একরের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে নানা সমস্যা বিদ্যমান আবাসিক সিট সংকট, হোটেলের অস্বাস্থ্যকর খাবার, মেডিকেল সেন্টারে আধুনিক চিকিৎসার ঘাটতি, যাতায়াতের দুরবস্থা এবং সবচেয়ে বড় উদ্বেগ দখলদারিত্বের রাজনীতিকে ঘিরে সন্ত্রাসী কর্মকাণ্ড। অতীতে শিক্ষার্থীদের ওপর বহিরাগত হামলা, নারীদের হেনস্তা, অনলাইনে স্লাট শেমিং, বিরোধী মত দমনে গুপ্ত হামলার মতো ঘটনাও ঘটেছে। এর পাশাপাশি দীর্ঘদিন ধরে নিয়মিত চাকসু না হওয়ায় শিক্ষার্থীদের প্রতিনিধি বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতিনির্ধারণী পর্ষদ সিনেটে নেই, ফলে শিক্ষার্থীবিষয়ক সিদ্ধান্তে সংকট তৈরি হয়। তাই নির্বাচিত হলে সর্বপ্রথম চাকসুকে একাডেমিক ক্যালেন্ডারে যুক্ত করে নিয়মিত নির্বাচন নিশ্চিত করব। পাশাপাশি শিক্ষার্থীবান্ধব, গণতান্ত্রিক ও অন্তর্ভুক্তিমূলক ক্যাম্পাস গড়বো যেখানে জাতি, জাতিসত্তা ও লিঙ্গের বৈষম্য থাকবে না, শিক্ষার্থীরা ভয়ের সংস্কৃতি ভেঙে স্বাধীনভাবে তাদের মূল্যবোধ ও বিশ্বাস ধারণ করতে পারবে। নিরাপদ ও সবার জন্য সমান অধিকারসমৃদ্ধ ক্যাম্পাস গড়াই আমার অঙ্গীকার। অহিংস শিক্ষার্থী ঐক্য প্যানেলের জিএস প্রার্থী মুহাম্মদ ইয়াছিন উদ্দীন বলেন, চাকসুতে শিক্ষার্থীদের ভোটে আমরা প্রতিনিধি নির্বাচিত হলে আমরা এমন একটি ক্যাম্পাস গড়ে তুলবো,যেখানে দল, মত, নির্বিশেষে সবাই পারস্পরিক সহাবস্থানের ভিত্তিতে ক্যাম্পাস জীবন কাটাতে পারবে। শুধুমাত্র কোন মত,আদর্শ লালন করা এবং প্রকাশ করার কারণে কোন ধরনের শারীরিক বা মানসিক হেনস্থার শিকার হবে না।নারীদের জন্য নিরাপদ একটি পরিবেশ গড়ে তোলা আমাদের অন্যতম লক্ষ্য।এছাড়া শিক্ষার্থীদের মৌলিক সমস্যাসমূহ যেমন পরিবহন, আবাসন, চিকিৎসা এবং স্বাস্থ্যসম্মত খাবার নিশ্চিত করার জন্য আমরা প্রশাসনকে বাধ্য করতে সর্বোচ্চ চেষ্টা করবো।

সচেতন শিক্ষার্থী সংসদ প্যানেলের ভিপি প্রার্থী মোহাম্মদ আব্দুর রহমান রবিন বলেন, আবাসন সংকট সমাধানে দীর্ঘমেয়াদি মাস্টার প্ল্যানের মাধ্যমে প্রথম বর্ষ থেকেই শিক্ষার্থীদের শতভাগ আবাসন নিশ্চিত করা হবে। গবেষণায় বরাদ্দ বৃদ্ধি ও আধুনিক লাইব্রেরি গড়ে তুলে শিক্ষার মান উন্নত করা হবে। স্বাস্থ্যসেবায় মেডিকেল সেন্টার আধুনিকায়ন, ডাক্তার ও ওষুধ সরবরাহ এবং প্রতিটি হলে ফার্স্ট এইডের ব্যবস্থা থাকবে। পাশাপাশি খাবারের মান ও মূল্য নিয়ন্ত্রণ, বিশুদ্ধ পানি সরবরাহ, শাটল ট্রেনের উন্নয়ন এবং নারী শিক্ষার্থীদের জন্য পৃথক বগি চালু করা হবে। সেশন জট নিরসনে একাডেমিক ক্যালেন্ডার বাস্তবায়ন ও টিচার্স রেটিং ব্যবস্থা চালু করা হবে।

পূর্ববর্তী নিবন্ধআবৃত্তি-কথামালায় ক্বণন ৬ জনার আবৃত্তি সন্ধ্যা
পরবর্তী নিবন্ধসীতাকুণ্ডে উপজেলা পর্যায়ে ভাটিয়ারী টিএসি উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন