আমরা ফেসবুকে সম্পর্ক ব্লক করে দেওয়া বা মতের অমিল হলে সম্পর্ক ছিন্ন করার প্রতিযোগিতায় নেমে পড়ি। আমরা চাইলে যে কারো সাথে আসলে সম্পর্ক ছিন্ন করে দিই। তবে মনে রাখবেন এমন মানুষের সাথে কখনো সম্পর্ক ছিন্ন করবেন না। যার মনে আপনার জন্য স্নেহ মায়া মমতা, চিন্তা, সম্মান, ভালোবাসা ও হৃদয় থেকে দোয়া থাকে। যে মানুষটাকে সম্পর্ক ছিন্ন করে দিলেন বা ব্লক মেরে দিলেন এমনও তো হতে পারে সেই মানুষটা প্রতিদিন মোনাজাতে আল্লাহ তায়ালার দরবারে আপনার জন্য দুই হাত তুলে দোয়া করে। সেই মানুষটিকে কখনো তুচ্ছতাচ্ছিল্য করে ভুলবেন না। একটা ভালো সম্পর্ক গড়তে কয়েক বছর আগে। সেই সম্পর্ক আপনার একটা কথার আঘাত দিয়ে ভাঙতে এক মিনিটও লাগবে না। অহংকার না, বিনয়ী হতে হবে। মানুষে মানুষে বিচ্ছিন্ন নয়, মানুষে মানুষে ভালোবাসা হোক।