রাউজানের সাংসদ এবিএম ফজলে করিম চৌধুরী বলেছেন, মানুষ পরকালের শান্তি ও কল্যাণে ধর্মীয় প্রতিষ্ঠান করে থাকেন। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যারা এই মহৎ কাজে শ্রম ও অর্থ দিয়ে থাকেন তাদের প্রতিদান মহান সৃষ্টিকর্তা দেবেন।
তিনি গতকাল বৃহস্পতিবার রাউজানের কদলপুর ইউনিয়নের গুচ্ছ গ্রামের নিকটে মরহুম ফজলে রাব্বি চৌধুরীর নামে একটি মসজিদের ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ অভিমত ব্যক্ত করেন। আলহাজ্ব কাজী সিরাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন পৌর মেয়র জমির উদ্দিন পারভেজ, উপজেলা আওয়ামীলীগের সি.সহসভাপতি আনোয়ারুল ইসলাম, ব্যাংকার নিজাম উদ্দিন চৌধুরী, আওয়ামীলীগ নেতা শাহ আলম চৌধুরী, কামরুল হাসান বাহদুর, ইরফান আহমদ চৌধুরী, চেয়ারম্যান ভুপেশ বড়ুয়া, বিএম জসিম উদ্দিন হিরু,তসলিম উদ্দিন চৌধুরী, সৈয়দ আবদুল জব্বার সোহেল, মোহাম্মদ রোকন উদ্দিন, কাউন্সিলর জসিম উদ্দিন চৌধুরী,বীর মুক্তিযোদ্ধা এম এ হাসেম। উপস্থিত ছিলেন মুসলিম উদ্দিন জয়নাল, সাইফুল হক চৌধুরী সাবু, সাবেক চেয়ারম্যান সাইফুল হক চৌধুরী লাভলু,জসিম উদ্দিন চৌধুরী,ইউপি সদস্য কমল চক্রবর্তী, সেলিম উদ্দিন, বিশ্বজিৎ ভট্টচার্য্য, আবদুস সালাম প্রমুখ। প্রধান অতিথি অনুষ্ঠান শেষে হযরত আশরাফ শাহ-আবু শাহ দরগাহের কাছে মরিয়ম-জালাল মসজিদ নামের আরো একটি জামে মসজিদ উদ্বোধন করেন।