ভাড়ার দোকানে চাঁদা দাবি, হামলায় চবির ২ শিক্ষার্থী আহত

দুপুরে প্রধান ফটকে তালা, খুলে দেওয়া হলো বিকালে

আজাদী প্রতিবেদন | শনিবার , ৯ আগস্ট, ২০২৫ at ৬:৩৬ পূর্বাহ্ণ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) দোকান ভাড়া নেওয়া এবং এ নিয়ে চাঁদা দাবির জেরে স্থানীয়দের হামলায় দুই শিক্ষার্থী আহত হয়েছেন। এর মধ্যে গুরুতর আহত একজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল শুক্রবার সকাল সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের রেল স্টেশন এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার খবর জানানো হলেও দীর্ঘ সময়ে প্রশাসনের কেউ ঘটনাস্থলে না পৌঁছানোয় শিক্ষার্থীরা ক্ষোভে দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে তালা লাগিয়ে দেন। পরে বিকাল ৫টার দিকে শিক্ষার্থীরাই তালা খুলে দেন। আহত শিক্ষার্থীরা হলেন চবির ফরেস্ট্রি অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্স ইনস্টিটিউটের শিক্ষার্থী জাকির ও জুবায়ের জিহান।

স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানান, কয়েকদিন আগে বিশ্ববিদ্যালয় রেল স্টেশন এলাকায় ফরেস্ট্রি ইনস্টিটিউটের শিক্ষার্থী তাওসিফ ও শুভ হাটহাজারীর বাসিন্দা রুবায়েতের কাছ থেকে একটি দোকান ভাড়া নেন। তবে ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের অফিস সহকারী বাবু নিজেকে দোকান মালিকের প্রতিনিধি দাবি করে শিক্ষার্থীদের কাছ থেকে ২ লাখ টাকা চাঁদা দাবি করেন। গতকাল সকালে দোকান সংস্কারের কাজ শুরু করলে বাবু স্থানীয় বিএনপি কর্মীদের সঙ্গে নিয়ে শিক্ষার্থীদের ওপর হামলা চালান।

প্রত্যক্ষদর্শী শিক্ষার্থী আশিকুর রহমান বলেন, কয়েকজন শিক্ষার্থী ব্যবসার উদ্দেশ্যে দোকান ভাড়া নেন। পরে স্থানীয় দুর্বৃত্তরা জায়গাটিকে নিজেদের দাবি করে অতর্কিতে হামলা চালায়। অথচ পুলিশ সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত থাকলেও হামলাকারীদের কিছু বলেনি। প্রশাসনের এমন উদাসীনতা মেনে নেওয়া যায় না।

ফটকে তালা দেওয়া শিক্ষার্থীদের অভিযোগ, খোলামেলা চাঁদা দাবির পরও প্রশাসনের নীরব ভূমিকা ন্যক্কারজনক। আমরা এই ঘটনার দৃষ্টান্তমূলক বিচার চাই।

চবি পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোস্তফা কামাল বলেন, আমরা তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছি। প্রশাসনের পক্ষ থেকে কোনো নির্দেশনা পাইনি।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর ড. তানভীর মোহাম্মদ হায়দার আরিফ বলেন, জমি সংক্রান্ত বিষয় নিয়ে ঘটনাটি ঘটেছে। ৩ জন শিক্ষার্থী আহত হয়েছে। আমি তাদের খোঁজ নিয়েছি। বিষয়টি নিয়ে আমরা আলোচনা করছি। কেননা যে জমি নিয়ে ঘটনাটি ঘটেছে তার প্রকৃত কাগজপত্র উভয় পক্ষের কেউ দেখাতে পারছে না। পরে আরও পরিষ্কার করে বলা যাবে।

পূর্ববর্তী নিবন্ধসিডিএ আউটার রিং রোড মসজিদের ভিত্তি স্থাপনে শিল্প উপদেষ্টা
পরবর্তী নিবন্ধশীতলঝর্ণা খালের উপর আরেকটি ব্রিজ ঝুঁকিপূর্ণ