আগামীকাল ১৬ মে ঐতিহাসিক ফারাক্কা লংমার্চ দিবস। দিবসটি পালন উপলক্ষে গতকাল রোববার দোস্ত বিল্ডিং সংগঠন কার্যালয়ে সহ–সভাপতি মাস্টার একেএম মোফাজ্জল হায়দারের সভাপতিত্বে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন অধ্যাপক ড. শিব প্রসাদ শূর, বীর মুক্তিযোদ্ধা আবদুল গফফার খান, সৈয়দ হাসান মারুফ রুমী, মোহাম্মদ হারুন, মোজাফফর আহমদ, শাহেদ লতিফ, মির্জা আবুল বশর প্রমুখ। বক্তারা বলেন, ১৯৭৬ সালে মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানী বন্ধুরাষ্ট্র ভারত অবৈধভাবে গঙ্গা নদীর উপর বাঁধ নির্মাণ করে পানি আগ্রাসনের মাধ্যমে বাংলাদেশকে মরুভূমিতে পরিণত করার ঘৃণ্য ষড়যন্ত্রের বিরুদ্ধে ফারাক্কা লংমার্চ পরিচালিত করে জাতীয় প্রতিরোধ গড়ে তুলেছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।
আজ দল–মত–নির্বিশেষে এই দিবসটি পালন করে জাতীয় ঐক্যমত প্রতিষ্ঠার মাধ্যমে বন্ধুরাষ্ট্র ভারতকে পানি আগ্রাসনের ঘৃণ্য প্রচেষ্টা থেকে বিরত রাখার উদ্যোগ গ্রহণ করতে হবে। মওলানা ভাসানী ফাউন্ডেশন আগামীকাল মঙ্গলবার, বিকাল ৫ টায় দোস্ত বিল্ডিং মওলানা ভাসানী অডিটোরিয়ামে এক আলোচনা সভার আয়োজন করেছে। ভাসানী ফাউন্ডেশন দল–মত–নির্বিশেষে সকলকে দিবসটি পালন করার আহ্বান জানান। প্রেস বিজ্ঞপ্তি।












