প্রথিতযশা সাংবাদিক, কলামিস্ট, প্রাবন্ধিক এবং বাংলা একাডেমি পুরস্কার প্রাপ্ত লেখক ও মওলানা ভাসানী গবেষক সৈয়দ আবুল মকসুদের মৃত্যুতে ভাসানী অনুসারী পরিষদের চেয়ারম্যান ডা. জাফরুল্লাহ চৌধুরী ও মহাসচিব শেখ রফিকুল ইসলাম বাবলু এক বিবৃতি গভীর শোক প্রকাশ করেছেন। বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, সৈয়দ আবুল মকসুদের মৃত্যুতে দেশমাতৃকা তার এক গুনী সন্তানকে হারালো। এই শূন্যতা সহজে পূরণ হবার নয়। নেতৃবৃন্দ মরহুমের রুহের মাগফেরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।