ভাসানী অনুসারী পরিষদের কেন্দ্রীয় কমিটির বর্ধিত সভা গত ১৬ অক্টোবর বীর উত্তম কর্ণেল হায়দার মিলনায়তন গণস্বাস্থ্য নগর হাসপাতালে দিনব্যাপি অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ভাসানী পরিষদের চেয়ারম্যান ডা. জাফরুল্লাহ চৌধুরী। সাংগঠনিক ও সামপ্রতিক পরিস্থিতির ওপর রিপোর্ট পেশ করেন মহাসচিব শেখ রফিকুল ইসলাম বাবলু। সভায় বিভিন্ন জেলা প্রতিনিধি ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
সভায় ডা. জাফরুল্লাহ চৌধুরীকে চেয়ারম্যান, সাবেক সাংসদ মো. হারুন-অর-রশিদ ও অধ্যাপক ড. জসিম উদ্দিন আহমদকে কো-চেয়ারম্যান এবং শেখ রফিকুল ইসলাম বাবলুকে মহাসচিব করে ১০১ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় কমিটি পুর্নগঠন করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।