ভাসানচরের দুস্থ রোহিঙ্গারা পেল পুলিশের ইফতার সামগ্রী

| বুধবার , ৩ এপ্রিল, ২০২৪ at ১১:১৩ পূর্বাহ্ণ

বাংলাদেশ পুলিশের পক্ষ থেকে গতকাল মঙ্গলবার ৯ আর্মড পুলিশ ব্যাটালিয়নের সহযোগিতায় ভাসানচরস্থ রোহিঙ্গা ক্যাম্পে ইফতার সামগ্রী বিতরণ করা হয়। ৯ এপিবিএন এর অতিরিক্ত পুলিশ সুপার (অপারেশন এন্ড ইন্টেলিজেন্স) মো. নুরুল আফছার ভূঁইয়া এবং রোহিঙ্গা ক্যাম্পের নিরাপত্তায় নিয়োজিত ভাসানচর ক্যাম্প কমান্ডার সহকারী পুলিশ সুপার এ কে এম ফসিহুর রহমান এর উপস্থিতিতে ক্যাম্পে আশ্রিত অপেক্ষাকৃত গরিব ও দুস্থ রোহিঙ্গাদের এ ইফতার সামগ্রী বিতরণ করা হয়। ইফতার সামগ্রীর মাঝে রয়েছেচাল, ডাল, ছোলা, চিনি ও সয়াবিন তেল। গরিব ও দুস্থ রোহিঙ্গারা খাদ্য সামগ্রী পেয়ে আনন্দিত হন ও বাংলাদেশ পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। (প্রেস বিজ্ঞপ্তি)

পূর্ববর্তী নিবন্ধসুবিধা বঞ্চিত মানুষের পাশে চট্টগ্রাম জেলা রেড ক্রিসেন্ট
পরবর্তী নিবন্ধবন কর্মকর্তা হত্যার বিচারের দাবিতে পেকুয়ায় ধরা’র মানববন্ধন