অর্গানাইজেশন অব ইসলামিক কনফারেন্সের (ওআইসি) প্রতিনিধি দল রোহিঙ্গাদের অবস্থা দেখতে নোয়াখালীর ভাসানচর পরিদর্শন করেছে। গতকাল রোববার দুপুরে হেলিকপ্টারে ওআইসির সহকারী মহাসচিব ইউসেফ আল দোবেয়ার নেতৃত্বে পাঁচ সদস্যের প্রতিনিধি দলটি ভাসানচর পৌঁছায়। খবর বাংলানিউজের।
এরআগে, প্রতিনিধি দলটি কঙবাজার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করে। সফরকালে রোহিঙ্গা পরিস্থিতি পর্যবেক্ষণ এবং ভাসানচর আশ্রয়ণ প্রকল্প-৩ এর সকল ক্লাস্টারের মাঝি, ফোকাল মাঝিদের নিয়ে ওআইসি প্রতিনিধি দল ভাসানচরে সম্মেলন করেন। এছাড়াও ওআইসি প্রতিনিধি দল সরকারের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। ওআইসি অফিস থেকে জানানো হয়, ২৬ সদস্যদের প্রতিনিধি দলটি ২৭ ফেব্রুয়ারি বাংলাদেশে এসেছে। ২ মার্চ পর্যন্ত বাংলাদেশ সফর করবেন ওআইসির প্রতিনিধি দলের সদস্যরা।