ভাষাসৈনিক বদিউল আলম চৌধুরীর মৃত্যুবার্ষিকী কাল

| সোমবার , ৯ অক্টোবর, ২০২৩ at ১০:২৬ পূর্বাহ্ণ

কাল ভাষা সৈনিক, রাজনীতিবিদ ও শিক্ষানুরাগী মরহুম বদিউল আলম চৌধুরীর ষোলতম মৃত্যুবার্ষিকী। তিনি ১৯৫২ সালে মহান ভাষা আন্দোলনে সক্রিয় অংশগ্রহণ করেন। মৃত্যুর পূর্ব পর্যন্ত তিনি তমদ্দুন মজলিসের প্রবীণ সদস্য ছিলেন। ১৯৫৪ সালের যুক্তফ্রন্টের নির্বাচনে তৎকালীন সরকারের বিরুদ্ধে জনমত গড়ে যুক্তফ্রন্টকে বিজয়ী করার পেছনে তাঁর অবদান অতুলনীয়। মরহুমের ষোলতম মৃত্যুবার্ষিকী উপরক্ষে ভাষা সৈনিক মরহুম বদিউল আলম চৌধুরী মেমোরিয়াল ট্রাস্টের পক্ষ থেকে মরহুমের কাট্টলীস্থ দারুছ সালাম জামে মসজিদে সকাল ১০টায় খতমে কোরান, মিলাদ, দোয়া ও মোনাজাত এবং ভাষা সৈনিক বদিউল আলম চৌধুরী মৃত্যুবার্ষিকী উদযাপন পরিষদের উদ্যোগে সন্ধা ৬টায় চট্টগ্রাম প্রেস ক্লাবস্থ ইঞ্জিনিয়ার আবদুল খালেক মিলনায়তনে মরহুমের স্মরণে সভা অনুষ্ঠিত হবে। স্মরণসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দৈনিক আজাদী সম্পাদক এম এ মালেক। আরও উপস্থিত থাকবেন বরেণ্য ব্যক্তিবর্গ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধমহানগর জাতীয় পার্টির প্রস্তুতি সভা
পরবর্তী নিবন্ধজ্বর, সর্দি, কাশি তাড়াতে সুজনের মৌসুমি ফল বিতরণ