ভাষার বিশুদ্ধতা রক্ষায় গুরুত্ব

নুরুল ইসলাম পৌর বালিকা উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠান

| মঙ্গলবার , ১৬ ফেব্রুয়ারি, ২০২১ at ১১:০৭ পূর্বাহ্ণ

মহান ভাষা আন্দোলনে ভাষার জন্য জীবন উৎসর্গকারী শহীদদের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা জানিয়ে চান্দগাঁওয়ে নুরুল ইসলাম পৌর বালিকা উচ্চ বিদ্যালয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বিশেষ আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলা এটিএন বাংলার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ড. মাহফুজুর রহমান। অনুষ্ঠান উদ্বোধন করেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও সাবেক মন্ত্রী নুরুল ইসলাম, বিএসসি। অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন এটিএন বাংলার বার্তা বিভাগের উপদেষ্টা হাসান আহমেদ চৌধুরী কিরণ ও সংগীত শিল্পী শাকিলা জাহান। বিশেষ অতিথি ছিলেন এটিএন বাংলার উপদেষ্টা (অনুষ্ঠান ও সমপ্রচার) তাশিক আহমেদ। সভাপতিত্ব করেন নুরুল ইসলাম পৌর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফরিদা বেগম।
প্রধান অতিথি বলেন, এই প্রতিষ্ঠান নারী শিক্ষার বিস্তারে অবদান রাখছে। শিক্ষার্থীদের আত্মরক্ষার কৌশল শেখার উপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, শিক্ষকদের সম্মান করতে এবং মাদকমুক্ত ও সামাজিক যোগাযোগ মাধ্যমের আসক্তি থেকে দূরে থাকতে হবে।
উদ্বোধনী বক্তব্যে নুরুল ইসলাম বি.এসসি সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বাংলা ভাষা আর ভাষা শহীদের গুরুত্ব নিয়ে আলোচনা করেন এবং বাংলাদেশের ৫০ বছর পূর্তিতে প্রধানমন্ত্রীর উন্নয়ন কর্মকাণ্ডের উপর আলোকপাত করেন। নারী শিক্ষার বিস্তারে প্রধানমন্ত্রীর অবদানের কথা তুলে ধরেন। প্রধান বক্তা বলেন, ভাষা নিয়ে অনেক কথা বললেও ভাষা নিয়ে এখনও আন্দোলন শেষ হয়নি, মুক্তির আন্দোলন শেষ হয়নি। দেশে এখনও সর্বস্তরে বাংলা ভাষা দাপ্তরিকভাবে ব্যবহার হচ্ছে না। ইন্টারনেট, গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাষার বিশুদ্ধতা যেন হারিয়ে না যায় সেদিকে সকলের দৃষ্টি রাখতে হবে। অনুষ্ঠানে অন্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন চট্টগ্রাম প্রেসক্লাবের সভাপতি আলহাজ্ব আলী আব্বাস, সাউন্ড ইঞ্জিনিয়ার শেখ সোয়েব আহমেদ মুক্তি, কণ্ঠশিল্পী, গীতিকার ও সুরকার মান্নান মোহাম্মদ, রাজেশ ঘোষসহ গণমান্য ব্যক্তিরা। শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। এতে ড. মাহফুজুর রহমান কয়েকটি গান পরিবেশন করেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধকবি আল মাহমুদের রচনা সব সময় সামপ্রতিক
পরবর্তী নিবন্ধভোক্তা অধিকার সংরক্ষণ আইন বিষয়ে সচেতনতামূলক সভা