ভাষা সৈনিক সাংবাদিক আবদুল গফুরের ইন্তেকাল

| শনিবার , ২৮ সেপ্টেম্বর, ২০২৪ at ১০:৫৭ পূর্বাহ্ণ

তমদ্দুন মজলিশের সদস্য, ভাষা সৈনিক ও সাংবাদিক অধ্যাপক আবদুল গফুর মারা গেছেন। গতকাল শুক্রবার দুপুর ২টা ৪৩ মিনিটে ঢাকার স্বামীবাগে আজগর আলী হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার বয়স হয়েছিল ৯৫ বছর। তিন ছেলে ও তিন মেয়ে রেখে গেছেন তিনি।

আবুদল গফুরের ছেলে তারিখ আল বান্না বলেছেন, হৃদরোগে আক্রান্ত হলে বৃহস্পতিবার বাবাকে হাসপাতালে ভর্তি করান তারা। পরিবারিক সিদ্ধান্ত অনুযায়ী রাত ৮টায় জাতীয় প্রেস ক্লাবে জানাজা শেষে মীরপুরে বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হবে তার মরদেহ। খবর বিডিনিউজের।

তমদ্দুন মজলিশের সদস্য হিসেবে রাষ্ট্রভাষা বাংলা করার আন্দোলনে সম্পৃক্ত ছিলেন আবদুল গফুর। ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি রাজপথের বিক্ষোভসংগ্রামে তিনিও সক্রিয় ভূমিকা রাখেন। ভাষা আন্দোলনের সময়ে সৈনিক পত্রিকা সম্পাদনার দায়িত্ব পালন করেন তিনি।

১৯৬২ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর সম্পন্ন করার পর কিছু দিন সরকারি চাকরি করেন আবদুল গফুর। তবে শিক্ষকতা ও সাংবাদিকতাকেই জীবনের পাথেয় করে নেন তিনি। ঢাকার আবু গিফারী কলেজ ও ফরিদপুরের রাজেন্দ্র কলেজে ১৭ বছর শিক্ষকতা করেছেন আবদুল গফুর। ইসলামিক ফাউন্ডেশনে প্রকাশনা পরিচালক ও দারুল উলুমের সুপারিন্টেন্ডেট হিসেবেও তিনি দায়িত্ব পালন করেছেন।

আবদুল গফুর দৈনিক মিল্লাত, দৈনিক আজাদ, দৈনিক দেশ, দৈনিক ইনকিলাব, ইংরেজি দৈনিক পিপল, দৈনিক নাজাতসহ আরও পত্রিকায় কাজ করেছেন।

নবতিপর এই সাংবাদিকের মৃত্যুতে সাংবাদিক নেতারা শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

ফেডারেল সাংবাদিক ইউনিয়নের ওবায়দুর রহমান শাহীন ও বাছির জামাল, ঢাকা সাংবাদিক ইউনিয়নের শহিদুল ইসলাম ও খুরশীদ আলম এবং ঢাকাস্থ রাজবাড়ী জেলা সাংবাদিক সমিতির নেতারা গভীর শোক প্রকাশ করে তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেছে।

পূর্ববর্তী নিবন্ধলিটন দেব
পরবর্তী নিবন্ধফটিকছড়িতে বিএনপির সন্ত্রাস ও মাদকবিরোধী সমাবেশ