যে ফুলেরা গন্ধ ছাড়া
যে ছড়ারা ছন্দ ছাড়া
ভালোবাসা যায় না এদের
মনের ভেতর দ্বন্দ্ব ছাড়া।
যে কথারা যুক্তি ছাড়া
বুদ্ধি যাহা মুক্তি ছাড়া
শুষ্ক পুকুর বলবো এদের
মৎস্যরাজি, শুক্তি ছাড়া।
যে লোকেরা ঐক্য ছাড়া
জীবন যাহা লক্ষ্য ছাড়া
এরা বিরাজ করবে ধরায়
ভালোর সাথে সখ্য ছাড়া।






