ভালোবাসি ভাষাকে

নাজনিন আমান | রবিবার , ৫ মার্চ, ২০২৩ at ৬:১৬ পূর্বাহ্ণ

ভাষা হল মানুষের মনের ভাব প্রকাশের একমাত্র মাধ্যম। ছোটবেলায় ব্যাকরণের বই খুলতেই চোখে পড়তো ভাষা নামক একটি অধ্যায় যেখানে ভাষা কাকে বলে কত প্রকার ও কী কী তাদের প্রকারভেদ। এই সমস্ত বিষয়গুলো যখন পড়তাম তখন পরীক্ষায় উত্তীর্ণ হবার জন্যই পড়তাম। সময়ের সাথে সাথে যখন

 

একটু একটু করে বুঝদার হতে শুরু করলাম তখন থেকেই বাংলা ভাষা কিংবা বাংলা বিষয়টার প্রতি অদ্ভুত এক আগ্রহ অনুভব করলাম। ভীষণ ভালো লাগা কাজ করত বাংলার যেকোনো কিছু পড়তে, লিখতে বা শুনতে। যে কোনো কিছুর প্রতি ভালোবাসা, আগ্রহ, কিংবা আকর্ষণ তৈরি হয় তার নিজের ভেতরের মন ও

মানসিকতা থেকে। কেউ জোর করে তা তৈরী করতে পারে না। আর ভাষার প্রতি ভালোবাসা তৈরি হয় জন্ম থেকেই। মানব সভ্যতা যতই উন্নত হয়েছে ভাষাও ততোই উন্নত হয়েছে। সভ্যতা আধুনিক হয়, সাথে সাথে মানবজীবনেও আধুনিকতার ছোঁয়া লাগে। আর এই আধুনিকতার একটু পরশ তো ভাষাতেও লাগে।

মায়ের ভাষায় কথা বলতে পারার মত সুখ বুঝি আর কিছুতে নেই। বাক স্বাধীনতা মানুষের জন্মগত অধিকার। আর তা যদি নিজের ভাষায় না হয় তার চেয়ে কষ্টের বুঝি আর কিছুই থাকে না। ফেব্রুয়ারির ২১ তারিখ, ৮ ই ফাল্গুন, আমরা পালন করে এসেছি অমর ২১ শে। আমাদের শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস।

মাতৃভাষা বাংলা চাই এই স্লোগানে যাঁরা প্রতিবাদী হয়ে উঠেছিলেন, যাঁদের রক্তে রঞ্জিত হয়েছিল ঢাকার রাজপথ যাঁদের ত্যাগের বিনিময়ে আমরা পেয়েছি নিজের ভাষায় কথা বলার সুযোগ তাঁদের প্রতি জানাই বিনম্র শ্রদ্ধা। তবে আজকাল ২১ শে ফেব্রুয়ারি পালন করাটা একটা উৎসবে পরিণত হয়েছে। সাদা কালো

পোশাকে সাজার দিনে পরিণত হয়েছে। এটা যে শোকের, এটা যে সন্তান হারানোর যন্ত্রণা, এটা যে আমার ভাই হারানোর বেদনা তা এখন আর উপলব্ধি হয় না। এখনকার ছেলেমেয়েরা বাংলা ভাষাকে সঠিক ভাবে উচ্চারণ ও করতে পারে না। বাংলা বলে ঠিক কিন্তু সেগুলো উচ্চারণ করে ইংরেজি ভাষার মত। আবার কেউ

কেউ তো বাংলা ভাষায় কথা বলতেই স্বাচ্ছন্দ্য বোধ করে না। অথচ ২১ শে ফেব্রুয়ারি এলে সাদা কালো পোশাক পরে চলে যায় শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানাতে। আসুন ভাষাকে সম্মান করি, সেটা যে ভাষাই হোক না কেন, হতে পারে তা দেশের যে কোনো বিভাগের ভাষা, হোক না সেটা পাহাড়ী, হোক না

আঞ্চলিক। যে ভাষাগুলো হারিয়ে যাচ্ছে, বিলুপ্ত হয়ে যাচ্ছে তাদের কে সংগ্রহ করতে হবে। আমার বর্ণমালা এখন আর দুঃখিনী নয়, আমার বর্ণমালা এখন অনেক অনেক সমৃদ্ধ ও ব্যাপক। তাই আসুন ভাষাকে অবহেলা নয়, মন প্রাণ খুলে ভালোবাসি ভাষাকে।

পূর্ববর্তী নিবন্ধযার বিয়ে তার খবর নেই, পাড়া পড়শির ঘুম নেই
পরবর্তী নিবন্ধদেশ হতে দেশান্তরে