ভালোবাসি আমি সবুজের হাসি সোনা ঝরা রোদ্দুর
ভালোবাসি মাঠ ফসলের গান খাল নদী সমুদ্দুর ।
ভালোবাসি আমি সাগরের রূপ অগণিত জলরাশি
ভালোবাসি মণি–মুক্তায় ভরা ঝিনুকের রাঙা হাসি।
ভালোবাসি আমি হিজল–তমাল কৃষ্ণচুড়ার লাল
ভালোবাসি মা‘র সূঁই সুঁতোয় রাঙানো ফুলের রুমাল।
ভালোবাসি আমি সূর্যের হাসি পাখিদের ওড়াউড়ি
ভালোবাসি মা পাখিদের সকল ব্যস্ততা ঘুরাঘুরি।
ভালোবাসি আমি মস্ত পাহাড় সবুজ গাছের ইশারা
ভালোবাসি পাহাড়ী ঝর্নার ধারা ভীষণ নজরকাড়া।
ভালোবাসি আমি গ্রাম বাংলা রাখালিয়া বাঁশির সুর
ভালোবাসি কিশোরীর পায়ে রুমঝুম শব্দের নুপুর।
ভালোবাসি আমি শ্রাবণ সন্ধ্যা বৃষ্টির অঝোর ধারা
ভালোবাসি বর্ষা ঋতুর কালো জমানো মেঘের পাড়া ।
ভালোবাসি আমি পূর্ণিমা রাতে মায়াবী চাঁদের হাসি
ভালোবাসি নীল আকাশ তারা মায়াভরা চাঁদ ভালোবাসি।