‘ভালোবাসায় মাতোয়ারা’ গ্রন্থের মোড়ক উন্মোচন

| বুধবার , ২৩ ফেব্রুয়ারি, ২০২২ at ৮:১৫ পূর্বাহ্ণ

একুশের বইমেলায় শৈলী প্রকাশন স্টলে ডাক্তার-কবি নাহিদা খানম সিমুর লেখা প্রথম কবিতার বই ‘ভালোবাসায় মাতোয়ারা’র মোড়ক উন্মোচন অনুষ্ঠান গত সোমবার চট্টগ্রাম এম এ আজিজ স্টেডিয়ামস্থ জিমনেসিয়ামে অনুষ্ঠিত হয়। বইয়ের মোড়ক উন্মোচন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলা একাডেমি পুরস্কার প্রাপ্ত শিশুসাহিত্যিক দৈনিক আজাদী সহযোগী সম্পাদক রাশেদ রউফ। এসময় উপস্থিত ছিলেন কবি আবু মুছা চৌধুরী, কেশব জিপসী, প্রাবন্ধিক মাজহারুল হক, লায়ন জাহাঙ্গীর মিয়া, বাচিক শিল্পী আয়েশা হক শিমু, জসিম মেহবুব, উৎপলকান্তি বড়ুয়া, অমিত বড়ুয়া,মাহবুবা চৌধুরী, ফেরদৌস আরা রীণু, রুনা তাসমিনা, রাসু বড়ুয়া, শামীম ফাতেমা মুন্নী, নাহিদা খানম সিমু,ডাক্তার আহমেদ সাঈদ, নাসিমা হক মুক্তা, লিপি বড়ুয়া, শাকিল আহমদ, বিভা ইন্দু, কাশেম আলী রানা, সনজিত দে, ডা. কল্যাণ বড়ুয়া, এম কামাল উদ্দিন, খালেছা খানম, অধ্যাপক কাঞ্চনা চক্রবর্তী, লিটন কুমার চৌধুরী, নাটু বিকাশ বড়ুয়া, অধ্যাপক সুপ্রতিম বড়ুয়া-জীবন সুরভী জান্তা, লায়ন এস এম মোখলেসুর রহমান, আকতারুল ইসলাম, আফরোজা চৌধুরী মুক্তা ও তসলিম খাঁ প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধগন্ধগোকুল লোকালয়ে!
পরবর্তী নিবন্ধদেশপ্রেম চেতনা অটুট থাকলে জাতি এগিয়ে যাবে