মায়াজাল পাতা এই সংসারে ; মায়ার খেলা খেলে চলেছি অবিরত / খেলা সাঙ্গ হলে নিতে হবে বিদায়। মিছে এই যশ-খ্যাতির পেছনে ছোটা; অর্থকড়ি, সোনাদানা, গাড়ি-বাড়ির মালিকানা, সব ফেলে নিরাভরণ বেশে যেতে হবে নিতান্তই একা
শেষ গন্তব্যে তবু স্বপ্ন দেখি স্বপ্নভঙ্গের বেদনায় কাতর হই, আবার নতুন স্বপ্ন-আশার তাড়নায় / এগিয়ে চলি জীবন পানে…. নিরলস পরিশ্রম ও সাধনায় ভালোবাসায় পূর্ণ করতে চাই জীবনের পাত্রখানি….জানি, এই ভালোবাসাটুকুই রয়ে যাবে মানুষের অন্তরে।