ভালোবাসা সকল সুন্দরের অবতার। তাই যেখানে প্রেম নেই, ভালোবাসা নেই, সেখানে কোনো শান্তি নেই। প্রেমের অনুপস্থিতিতে ধরতে গেলে – তাই জীবন অদ্ভুত কোনো আঁধার! মানুষ চিরকাল তাই ভালোবাসাকে সাক্ষী রেখে বাঁচতে চায়। কিন্তু মানুষের এই বাঁচার পথে মনের কালিমা নিয়ে যখন কোন অহমিকা আসে, তখন থেকে মানুষ যেন শুধু কোনো অস্থিরতায় ভুগতে থাকে। আর তখন থেকে মানুষ যেন পতন অনিবার্য কোনো অশনি সংকেত নিয়ে নিজের ভেতর শুধু ধুঁকতে থাকে। যেন বড় বেশি ধুঁকতে থাকে। ভালোবাসাকে তাই সকল অহংকারের ঊর্ধ্বে থেকে নিজের মনের ভেতর স্থান দিতে হবে। তাহলে মানুষ মানুষের ভিতরে নিজের স্বস্তিকা বোধটুকু খুঁজে পাবে। ভালোবাসা সুসময়ের চেয়ে নিজেদের দুঃসময়ে তাই আরো বেশি যেন লাঘবময় হয়; আরও বেশি সুন্দর হয়!