আমারে দুদণ্ড ভালোবাসা দিয়েছিলো নীলা
তাই দেখে ক্ষেপে গেলো পাশের বাড়ির শীলা
সিগ্ধ হেসে ভালোবেসে নীলিমা করেছে জয়
জীবন চলার পথে তাই পাই নাকো ভয়
সাঝের বেলায় পাখি ফিরে নীড়ে প্রতি দিন
আমিও তোমায় কাছে পেতে চাই নিশিদিন।
পৃথিবীর পথে তোমায় খুঁজেছি কত শত
আকাশে পাখির মতোন উড়িবো ইচ্ছে মত
শিউলি ফুলের গন্ধে ফিরে পাবো সেই ঘ্রাণ
আম জাম কাঁঠালের সুবাসে জড়াবো প্রাণ।
আমারে দুদণ্ড ভালোবাসা দিয়েছিলো নীলা
তাই আর খুঁজি নাকো পাশের বাড়ির শীলা।
ভালোবাসা পেলে ছেড়ে দেবো সব পাগলামি
আমাজান পাড়ি দেবো শুধু তুমি আর আমি।