এবারের ভালোবাসা দিবসে ‘মরীচিকা’ শিরোনামে গান নিয়ে হাজির হচ্ছেন সঙ্গীতশিল্পী শিলা দেবী। শুরুতে সিলন টি-এর ফেসবুক থেকে প্রকাশিত হবে গানটির মিউজিক ভিডিও। পরবর্তীতে ইউটিউব চ্যানেলেও প্রকাশিত হবে।
মিউজিক ভিডিওটি রিলিজ হবে ১০ ফেব্রুয়ারি। গানটির কথা, সুর ও কম্পোজিশন করেছেন স্বনামধন্য সঙ্গীত কম্পোজার অটামনাল মুন। আর মিউজিক ভিডিও পরিচালনা করেছেন জিয়াউল মুর্শেদ। সঙ্গীতশিল্পী শিলা দেবী জানান, কথা, সুর ও কম্পোজিশন মিলিয়ে ভিন্নধর্মী একটি গান ‘মরীচিকা’। এবারের ভালোবাসা দিবসে গানটি ভীষণ সাড়া ফেলবে বলেও আশা করছি।