ভালোবাসা তবুও

| বুধবার , ২৪ মার্চ, ২০২১ at ৮:৪৬ পূর্বাহ্ণ

মুনিয়া আশ্চার্য সুন্দরী এবং স্মার্ট মেয়ে। সে তার বাবার প্রাইভেট ফার্মের নির্বাহী পরিচালক। তাদেরই বাসার একটি ফ্ল্যাটে সাবলেট থাকেন রাহাত। সে পাড়ায় ইন্টারনেট কানেকশনের ব্যবসা করে। তাছাড়া তার অনলাইনে গ্রাম থেকে শহরে পণ্য আনা-নেওয়ার ব্যবসাও রয়েছে।
এসব কাজের ফাঁকে রাহাত আবার টিউশনিও করে। পাশাপাশি সে ভালো একটা চাকরির চেষ্টাও করে। মুনিয়ার ছোট বোন মিমিকে পড়াতে গিয়ে রাহাতের সঙ্গে তার পরিচয় হয়। দিনে দিনে মুনিয়া জানতে পারে রাহাতের সংগ্রামী জীবনের নানা কথা।
মুনিয়া চাইলেও রাহাত তাকে ভালোবাসতে পারে না। প্রচলিত সামাজিক বাধার কারণে সে পিছিয়ে যায়। তবুও মুনিয়া সব সামাজিকতা উপেক্ষা করে সাদা মনের মানুষ রাহাতের সঙ্গেই বাকিটা জীবন কাটানোর স্বপ্ন দেখে।
এমনই একটি গল্পে নির্মিত হয়েছে নাটক ‘ভালোবাসা তবুও’। আহমেদ তৌকীরের রচনায় নাটকটি পরিচালনা করেছেন নির্মাতা সরদার রোকন। এখানে মুনিয়া চরিত্রে অভিনয় করেছেন ছোটপর্দার অতি পরিচিত মুখ শেহতাজ মুনিরা হাসেম এবং রাহাত চরিত্রে আছেন অভিনেতা জুনায়েদ।
উচ্চবিত্ত এবং মধ্যবিত্ত সামাজিকতার মাঝে যে দ্বন্দ্ব থাকে-‘ভালোবাসা তবুও’ নাটকটিতে সেটাই দেখানো হয়েছে। এর বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন লুৎফর রহমান জর্জ, বর্ষা প্রমুখ। নির্মাতা সূত্রে জানা গেছে, আজ বুধবার বিকাল ৩টা ০৫ মিনিটে নাটকটি চ্যানেল আইয়ে প্রচার করা হবে।

পূর্ববর্তী নিবন্ধহয়তো এই যাত্রায় বেঁচেও যেতে পারি
পরবর্তী নিবন্ধআমি না, আমার ফোন হারিয়েছে