দেশের অন্যতম শীর্ষ শিল্প প্রতিষ্ঠান সিটি গ্রুপ সম্প্রতি ৫০ বছর পূর্ণ করেছে। ১৯৭২ সালের ৬ ফেব্রুয়ারি ঢাকার গেন্ডারিয়ায় ছোট্ট এক সরিষার তেলের মিল দিয়ে যাত্রা শুরু করেছিল সিটি গ্রুপ।
সেই তেল মিল থেকে একটু একটু করে এগিয়ে আজ সিটি গ্রুপের রয়েছে ৪০টির বেশি প্রতিষ্ঠিত ব্যবসা উদ্যোগ এবং ‘তীর’ এর মতো একাধিক প্রতিষ্ঠিত ও ভোক্তাপ্রিয় ব্র্যান্ড। সিটি গ্রুপের প্রতিষ্ঠাতা ফজলুর রহমান শুরু থেকেই একটি বিষয়ে ছিলেন আপসহীন। আর তা হল তার উৎপাদিত পণ্যের বিশুদ্ধতা ও গুণগত সেরা মান ধরে রাখা। দেশের প্রথম সরিষার তেলের কনজ্যুমার প্যাক প্রবর্তন থেকে শুরু করে দেশের প্রথম হোল হুইট আটার প্রচলন, দেশের প্রথম ও সর্ববৃহৎ অয়েল সিড ক্রাশিং প্ল্যান্ট প্রতিষ্ঠা, বিশ্বের সবচেয়ে বড় অটমেটেড ফ্লাওয়ার মিল প্রতিষ্ঠা এবং প্রতিটি স্থানে বিশ্বসেরা প্রযুক্তির সফল ব্যবহার আজ সিটি গ্রুপকে দিয়েছে অন্যরকম সাফল্য। কারণ প্রতিষ্ঠাতা ফজলুর রহমান বিশ্বাস করতেন- সেরা মানের পণ্য ভোক্তার হাতে পৌঁছে দিতে পারলে ভোক্তা তার পরিবর্তে শতগুণ ভালোবাসা ফিরিয়ে দেবে।
আর তাই সিটি গ্রুপের ৫০ বছর পূর্তিতে ‘ভালোবাসার ৫০ বছর’ শীর্ষক ক্যাম্পেইনের মাধ্যমে সারাদেশের মানুষকে ভালোবাসা জানায় সিটি গ্রুপ। প্রেস বিজ্ঞপ্তি।