ভালো লাগে বিশ্বজিত বড়ুয়া | বৃহস্পতিবার , ২৬ অক্টোবর, ২০২৩ at ৮:০৪ পূর্বাহ্ণ লাল চাল লাল চিনি লাল রুটি চাই রে। এ সবের দাম আজ কী বলি ভাই রে। গরীবের খাদ্য বড় লোক খায় রে! চোখ মেলে দেখি লাইন ধরে যায় রে। খুব ভালো লাগে এগুলো দেখতে। খিলখিলে হাসি এগুলো লেখতে। ছেঁড়া কাপড় আজ ওদেরই ফ্যাশন। টোকাই হেসে কয় আমাদের মতন।