শ্রদ্ধেয় শিক্ষক হৃদয় মন্ডল জামিন পেয়েছেন। কিন্তু তাঁর সত্য বলার সাহস, মুক্ত চিন্তা, সত্যলব্ধ বিজ্ঞানের আলো ছড়িয়ে দেওয়ার ইচ্ছা আজীবন হাজতেই থেকে যাবে। কখনো আর জামিন পাবে না। নজিরবিহীন এই ঘটনায় শিক্ষা নেবেন, ভীত হবেন, সঠিক বিজ্ঞান শিক্ষা দানে বিরত থাকবেন দেশের অধিকাংশ বিজ্ঞান শিক্ষক। ভুলকে মেনে না নিয়েও ভয়ে নীরব থাকবেন ভুলের সমর্থনে। আর শিক্ষার্থীরা বেড়ে উঠবে ভুলকে শুদ্ধ জেনে। বড় হয়ে তারা সেই ভুলকেই প্রতিষ্ঠিত করতে খড়গহস্ত হবে তাতে কোন ভুল নেই আর। কে কার ক্ষতি করছে বলেন তো? এই দেশে একজন হিন্দুও যদি না থাকে আপনারা বলতে পারবেন কী শতভাগ মুসলিম দেশে শান্তিপূর্ণভাবে বাস করবেন? আপনার সন্তান জ্ঞান-বিজ্ঞান, সাহিত্য-কলায় পারদর্শী হয়ে বিশ্বদরবারে পরিচিত হবে সগৌরবে বাংলাদেশের সন্তান বলে? সর্বোপরি একজন মানবিক মানুষ হয়ে, শিক্ষক ও গুরুজনদের সন্মান করতে শিখে নিজের জন্মকে মহীয়ান করতে পারবে? নাকি শিশুকাল থেকে মানুষের প্রতি তীব্র ঘৃণা ও বিদ্বেষ নিয়ে ধর্মান্ধ হয়ে বেড়ে উঠবে? এসব প্রশ্ন নিজেকে করুন আজ থেকে। দেশ আপনাদের, সন্তান আপনাদের, ভবিষ্যৎ আপনাদের। আপনাদের হাতে ভালো-মন্দ বিচার করার চাবি।