ভালো ফলাফলের আশায় চট্টগ্রাম বিভাগীয় দল

শেখ কামাল ২য় বাংলাদেশ যুব গেমস চূড়ান্ত পর্ব কাল শুরু

ক্রীড়া প্রতিবেদক | শনিবার , ২৫ ফেব্রুয়ারি, ২০২৩ at ৬:৪০ পূর্বাহ্ণ

শেখ কামাল দ্বিতীয় বাংলাদেশ যুব গেমসের চূড়ান্ত পর্ব আগামীকাল ২৬ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে। আগামী ৪ মার্চ পর্যন্ত রাজধানী ঢাকায় এ গেমস চলবে। চট্টগ্রাম বিভাগীয় দলের হয়ে ৫৩২ জনের দল এ গেমসে অংশ নিচ্ছে। অনেক দলই ইতিমধ্যে ঢাকায় পৌঁছেছে। ২৩টি ইভেন্টে অংশগ্রহণ করছে চট্টগ্রাম বিভাগীয় দল। তবে অনেকগুলো ইভেন্টের বিভিন্ন ক্যাটাগরিতে স্বর্ণ পদক জয়ের লক্ষ্যে এবার সুপরিকল্পিতভাবে দীর্ঘ মেয়াদি প্রশিক্ষণ ক্যাম্প পরিচালনা করেছে চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থা। এ তথ্য নিশ্চিত করেছেন সংস্থার সাধারণ সম্পাদক সিরাজুদ্দিন মো. আলমগীর।

চট্টগ্রামের ১১টি জেলার সেরা ক্রীড়াবিদদের বাছাই করে ইতিমধ্যে বিভিন্ন ভেন্যুতে প্রশিক্ষণ দেয়া হয়েছে। বিভাগীয় দলের জন্য বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন থেকে ৮ লক্ষ টাকা দেয়া হয়েছিল। কিন্তু ৮ ফেব্রুয়ারি থেকে ২৩ ফেব্রুয়ারি পর্যন্ত অনুশীলন চালিয়ে খরচ করা হয়েছে ১৬ লাখ টাকার উপরে। বাকী অর্থ নিজেরা যোগান দিয়েছেন বলে জানান সংস্থার সাধারণ সম্পাদক সিরাজুদ্দিন মো. আলমগীর। তবে এ প্রসঙ্গে তিনি আরো জানান আমরা অনুশীলনের উপর জোর দিয়েছি। এ জন্য অনুশীলনের সময় আমরা আরো বাড়িয়েছি। ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত আমরা অনুশীলন করবো। এতে করে খরচ যদিও আরো বেড়ে যাবে তবে আমরা তা মেনে নিয়েছি। কেননা আমরা চাই চট্টগ্রাম বিভাগ ঢাকা থেকে সাফল্য নিয়ে আসুক। ভালো ফলাফল হলে আমাদের উঠতি ছেলেমেয়েরা পরবর্তীতে আরো উৎসাহিত হবে। তারা খেলায় আসবে। চট্টগ্রাম বিভাগ এমনিতে অন্যান্যদের চাইতে অনেক পিছিয়ে আছে। আমাদের এখানকার ছেলেমেয়েরা বিকেএসপিতে খুব একটা ভর্তি হতে পারে না অন্য জেলা, বিভাগের চাইতে। সুতরাং ভালো কিছু করতে পারলে আমাদের পরের প্রজন্মের ছেলেমেয়েরাও আরো উৎসাহিত হবে। তারা মাঠে আসবে। চট্টগ্রাম বিভাগীয় দলের অনুশীলন হয়েছে বিভিন্ন জেলায়। এর মধ্যে বক্সিং ও কারাতে বান্দরবানে, ফুটবল (তরুণী) ও রাগবি খাগড়াছড়িতে, এ্যাথলেটিক্স নোয়াখালীতে, কাবাডি, হ্যান্ডবল, জুডো, উশু, সাঁতার, তায়কোয়ান্দো, ভলিবল, বাস্কেটবল, ফুটবল চট্টগ্রামে, আর্চারি, শুটিং, জিমনাস্টিক্স, টেবিল টেনিস, হকি ও স্কোয়াশ ঢাকা বিকেএসপিতে প্রশিক্ষণ গ্রহণ করেছে। সিরাজুদ্দিন মো. আলমগীর আরো জানান, এবার ক্রীড়াবিদ আর অফিসিয়ালদের জার্সির জন্য বিওএ থেকে দেয়া হয়েছে দেড় লক্ষ টাকা। কিন্তু আমরা অ্যাথলেটদের মনোবল চাঙ্গা রাখার জন্য শুধু জার্সির পেছনেই খরচ করেছি প্রায় সাড়ে ৪ লাখ টাকা। কোচ এবং ম্যানেজার হিসেবে বিভিন্ন জেলার সফল সংগঠকদেরকেই দায়িত্ব দেয়া হয়েছে। চট্টগ্রাম বিভাগের ২টি দল যথাক্রমে ফুটবল এবং ভলিবলের তরুণতরুণী দল গতকাল ঢাকা পৌঁছেছে। আজও বেশ কয়েকটি দল ঢাকার উদ্দেশে রওনা হবে।

চট্টগ্রাম বিভাগীয় দলের চিফ কোঅর্ডিনেটরের দায়িত্ব পালন করবেন চট্টগ্রামের সফল ক্রীড়া সংগঠক সিজেকেএস সহসভাপতি মো. হাফিজুর রহমান। তাঁর সাথে কোঅর্ডিনেটর আছেন আসলাম মোরশেদ ও কল্লোল দাশ।

পূর্ববর্তী নিবন্ধফ্রেন্ডসকে হারিয়ে টানা তৃতীয় জয় ইস্পাহানীর
পরবর্তী নিবন্ধদূরপাল্লার চারটি ক্রুজ ক্ষেপণাস্ত্র ছুড়েছে উত্তর কোরিয়া