ভালো থাকি না কোনোকালে

কাসেম আলী রানা | বৃহস্পতিবার , ২২ জুন, ২০২৩ at ৯:২৩ পূর্বাহ্ণ

মন খারাপের যাবতীয় গোলা বারুদ সব

তোমার গ্যারিসনে জমা আছে।

যুদ্ধবাজ তুমি আমাকে ডোরাকাটায় বাঘবন্দি করো।

আমাকে তোমার নজরের কাঁটাতারে ঝুলিয়ে রাখো,

তোমার করিডোরে আমি আজ

বিস্মৃত ফেলানির অতৃপ্ত আত্মার হাহাকার!

কত ক্রোশ দূরে গেলে তুমি আর ছোঁবে না আমাকে?

তোমার অস্ত্রমন্ত্রে আমাকে আর

কতবার ক্ষতবিক্ষত করবে?

তুমি স্বৈরাচার!

তোমার প্রণয় শালবন বিহারের বিষাক্ত

নাগিনীর ছোবল।

আমি কংকাল পোড়া মাটির কয়লা।

আর কতবার হত্যা করলে

একটা কংকাল আবার মানুষ হতে পারে?

নুরুলদিন ডাক দিয়ে যায়জাগো বাহে

মুয়াজ্জিন আযান হাঁকে,

বাতাসে বাতাসে ফিস ফিস মিতালি হয়,

মেঘেরা ফিরে যায় হিমালয় বসত ঘরে।

আমি কেবল বন্দী থাকি তোমার গ্যারিসনে,

চারিদিকে গোলা বারুদের মজমা রাত্রিদিন

সক্রিয় তোমার দখলদার বাহিনী!

অষ্ট প্রহর মনটা খারাপ করে দাও,

আমি ভালো থাকি না কোনোকালে!

পূর্ববর্তী নিবন্ধবিচিত্র জীবন
পরবর্তী নিবন্ধএবার তবে বৃষ্টি হোক