স্বাধীন জ্ঞান চর্চা কেন্দ্র ও স্বাধীন প্রকাশনের উদ্যোগে ‘শরৎ সাহিত্য উৎসব ও গুণীজন সম্মাননা’ অনুষ্ঠানে শিশুসাহিত্যিক ও সাংবাদিক রাশেদ রউফ বলেছেন,শুধু সাহিত্যচর্চা নয় ক্রীড়াঙ্গন, মানবিক কর্মকাণ্ডের পাশাপাশি দেশ ও সমাজবিনির্মাণে সচেতনতামূলক শিক্ষা সেমিনারসহ বিভিন্ন সেবামূলক কার্যক্রমের সাথে স্বাধীন জ্ঞান চর্চা কেন্দ্র এবং স্বাধীন প্রকাশন জড়িয়ে আছে। আলোকিত প্রজন্ম গড়ে তুলতে স্বাধীন পরিবার তার দায়বদ্ধতা থেকে কাজ করে যাচ্ছে। এভাবেই আলোর পথে তাদের পদচারণা অব্যহত থাকুক। গত ৪ অক্টোবর্থ চট্টগ্রাম একাডেমি মিলনায়তনে শরৎ বন্ধনায় স্বরচিত ছড়া–কবিতা, প্রবন্ধ, গল্প, গান, আলোচনা সভায় শরৎ অনুষ্ঠান কমিটির আহবায়ক ইফতেখার মারুফের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শিশুসাহিত্যিক প্রফেসর ড. সৌরভ শাখাওয়াত। আবৃত্তিশিল্পী প্রতিমা দাশের সঞ্চালনায় ছড়া কবিতা, গল্প পাঠ করেন কবি বিপুল বড়ুয়া, অধ্যক্ষ তরুণ কান্তি বড়ুয়া,মিজানুর রহমান শামীম, আজিজ রাহমান, আবুল কালাম বেলাল, ফারজানা রহমান শিমু, অধ্যাপক গোফরান উদ্দিন টিটু, অ্যডভোকেট তুতুল বাহার, এস.এম আজাদ, শরনংকর বড়ুয়া, তসলিম খাঁ, গৌতম কানুনগো, প্রদ্যেুাত কুমার বড়ুয়া, শিমলা চৌধুরী, কাজী নাজরিন, হাসিনা মমতাজ, আন্জুমান আরা লালমতি, এনায়েত হোসাইন, আজিম উদ্দিন, জাহাঙ্গীর আলম, হোসাইন মোস্তফা, লিটন কুমার চৌধুরী, শিউলি নাথ, ফিমা আক্তার, উত্তম কুমার আচার্য, পূর্বা চৌধুরী প্রমুখ। দ্বিতীয় পর্বে সম্মাননা অনুষ্ঠানে থিয়েটার ইনিস্টিউটের পরিচালক কবি অভীক ওসমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সমাজচিন্তক আহমেদ উল আলম চৌধুরী রাসেল। স্বাগত বক্তব্য রাখেন স্বাধীন প্রকাশন স্বত্বাধিকারী ও স্বাধীন জ্ঞান চর্চা কেন্দ্রের চেয়ারম্যান মো. সাহাব উদ্দীন হাসান বাবু। সম্মাননাপ্রাপ্ত গুণীজন হলেন, শিশুসাহিত্যে দীপক বড়ুয়া, নারী উদ্যোক্তা রেহেনা চৌধুরী, ছাড়াসাহিত্যে মিজানুর রহমান শামীম, সমাজসেবায় মো. মামুনুর রশীদ, সাহিত্যে বিদ্যুৎ কুমার দাশ। অনুষ্ঠানে শরতের গান পরিবেশন করেন শিল্পী এহেছানুল করিম ও কাজী নাজরিন। প্রেস বিজ্ঞপ্তি।