ভালবাসা দিবসে ওয়েল পার্ক রেসিডেন্সের আয়োজন

| রবিবার , ১৩ ফেব্রুয়ারি, ২০২২ at ১০:৩৭ পূর্বাহ্ণ

বিশ্ব ভালোবাসা দিবসে ভালবাসার বন্ধনে আবদ্ধ প্রিয়জনেরা একে অন্যকে তাদের ভালোবাসা জানায়। এদিনটিতে প্রিয়জনকে নিয়ে ভালবাসাময় সুন্দর সময় কাটানোর ব্যাবস্থা করে দিচ্ছে ওয়েল পার্ক রেসিডেন্স। রোমান্টিক আয়োজনে ভ্যালেন্টাইনস ডে উদযাপনে ওয়েল পার্কের ৯ম তলার মোহরা গার্ডেন রেস্টুরেন্টে যুগল প্রতি ২০০০ টাকায় ব্যুফে ডিনার যুগলদের জন্য ক্যান্ডেললাইট ডিনার ৫০০০ টাকা থেকে শুরু, যুগলদের জন্য দিনব্যাপী ১২০০ টাকায় উপভোগ করতে পারবেন সেট মেনু এছাড়াও ৫৯৯৯ টাকায় যুগলদের জন্য সেট মেনু ডিনারসহ রাত্রিযাপন।
ওয়েল পার্কের জেনারেল ম্যানেজার এম এ মনসুর বলেন, স্বাস্থ্যবিধির কথা মাথায় রেখে এবারের আয়োজনে সংগীতানুষ্ঠান পরিহার করলেও বন্ধু মহল কিংবা আত্মীয় পরিজন ও পরিবার নিয়ে মনোরম পরিবেশে বিশেষ খাবারের সাথে ভালোবাসা দিবসে সাশ্রয়ী খরচে সহজেই গ্রাহকরা বেছে নিতে পারেন ওয়েল পার্কের আয়োজন। বিস্তারিত জানতে যোগাযোগ করুন ০১৮৪১৭৩৫৫৫৮, ০১৭৩০৭৯০১৮৩ নাম্বারে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধকক্সবাজারে আন্তর্জাতিকমানের শুটকি প্রক্রিয়াকরণ শিল্প হচ্ছে
পরবর্তী নিবন্ধযৌথ প্রয়াস শিক্ষার মানোন্নয়ন নিশ্চিতকরণে অত্যন্ত গুরুত্বপূর্ণ