ভাল কিছুর আশায় আমিরাতে গেল বাংলাদেশ দল

ক্রীড়া প্রতিবেদক | বুধবার , ২৪ আগস্ট, ২০২২ at ৫:০১ পূর্বাহ্ণ

এশিয়া কাপের গত আসরের রানার্স আপ বাংলাদেশ। সে আসরটিও বসেছিল আরব আমিরাতে। তবে সে আসরটি ছিল ৫০ ওভারের। আর এবারেরটা ২০ ওভারের। কিন্তু এই সংস্করণের খেলায় বাংলাদেশ কেমন যেন দিন দিন পিছিয়ে যাচ্ছে। তেমন কোন আলোর দেখা মিলছেনা। তারপরও বিশ্বকাপের আগে ভাল কিছু করার প্রত্যয়ে এশিয়ার শ্রেষ্ঠত্বের আসরে লড়তে গতকাল বিকেলে দুবাইয়ের উদ্দেশ্যে ঢাকা ছেড়ে দুবাই পৌঁছে গেছে সাকিব আল হাসানের নেতৃত্বে বাংলাদেশ দল। ভিসা জটিলতায় দলের সঙ্গে যেতে পারেননি ওপেনার এনামুল হক ও ফাস্ট বোলার তাসকিন আহমেদ। আজ তাদের পাঠানো যাবে বলে আশা করছে বিসিবি। সোমবার দলে যুক্ত হওয়া মোহাম্মদ নাঈম শেখ আছেন আমিরাতেই। বাংলাদেশ ‘এ’ দলের হয়ে ওয়েস্ট ইন্ডিজে খেলা শেষে ফেরার পথে তিনি রয়ে গেছেন দুবাইয়ে। ২০১৬ সালে দেশের মাঠে টি-টোয়েন্টি সংস্করণের এশিয়া কাপেই ফাইনাল খেলেছিল বাংলাদেশ। তবে এই সংস্করণে ধারাবাহিকতা ধরে রাখতে পারেনি দল। গত বিশ্বকাপের মূল পর্ব থেকে দুঃসময়ের চক্রে থাকা দলের সামপ্রতিক ফর্মও খুব বাজে। এর মধ্যেই এশিয়া কাপের আগে হুট করে দলে এসেছে বড় পরিবর্তন। টি-টোয়েন্টির নেতৃত্বে ফেরানো হয়েছে সাকিব আল হাসানকে। টি-টোয়েন্টি টেকনিক্যাল কনসালটেন্ট করে আনা হয়েছে শ্রীধরন শ্রীরামকে। দলের প্রধান কোচ রাসেল ডমিঙ্গোকে এশিয়া কাপে পাঠানো হয়নি। বিশ্বকাপ পর্যন্ত তাকে দূরে রাখা হচ্ছে টি-টোয়েন্টির কোচিং থেকে। নতুনভাবে অধিনায়কত্ব পাওয়া সাকিবও তাই বড় কোনো স্বপ্ন দেখাননি। বাস্তবতা ভাবনায় রেখেই তারা এশিয়া কাপে দলের লক্ষ্য ঠিক করেছেন বলে জানিয়েছেন সাকিব। তবে ভাল কিছুর আশা যে করছেন টাইগার দলপতি সেটা পরিষ্কার। যদিও ফাইনাল খেলাটা কঠিন দেখছেন সাকিব। কারণ গ্রুপ পর্বে দুটি কঠিন ম্যাচ খেলতে হবে বাংলাদেশকে। যে দুই ম্যাচে প্রতিপক্ষ আফগানিস্তান এবং শ্রীলংকা। দু দলই বেশ কঠিন প্রতিপক্ষ। তবুও আশাবাদি সাকিব। আগের সিরিজ গুলোর চাইতে নিজেদের একটু উন্নতি করতে পারলেই ভাল কিছু প্রাপ্তি হবে টুর্নামেন্টে। নিজেদের সুপার ফোর পর্বে খেলা উচিত মনে করলেও প্রতিশ্রুতি দিতে চাননি সাকিব। কারন প্রতিবারই বড় লক্ষ্য নিয়ে দেশ ছাড়লেও সেখানে গিয়ে আর লক্ষ্য পুরন করতে পারেনা। তাই সমালোচনার মুখে পড়তে হয় দলকে। আর এতে মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হয় ক্রিকেটাররা। তাই এবারে সাকিব বললেন আমাদের লক্ষ্য আমাদের মধ্যেই থাক। ড্রেসিং রুমে আমরা জানি যে কী করতে হবে। বাংলাদেশের দুই গ্রুপ সঙ্গী শ্রীলঙ্কা ও আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে আগামী শনিবার শুরু হবে এশিয়া কাপ। বাংলাদেশের অভিযান শুরু আগামী মঙ্গলবার শারজাহতে আফগানদের বিপক্ষে লড়াই দিয়ে। দুবাইয়ে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ ১ সেপ্টেম্বর। গ্রুপের সেরা দুই দল উঠবে সুপার ফোর পর্বে। অন্য গ্রুপে ভারত ও পকিস্তানের সঙ্গে খেলবে বাছাই পেরিয়ে আসা দল।

পূর্ববর্তী নিবন্ধব্রাইট ক্রিকেট একাডেমিকে জার্সি প্রদান
পরবর্তী নিবন্ধকোয়ালিটি স্পোর্টস ক্লাবের ফুটবল কমিটি গঠিত