ভারোত্তোলনে পঞ্চম আশিকুর

| রবিবার , ৩১ জুলাই, ২০২২ at ৬:১০ পূর্বাহ্ণ

বার্মিংহাম কমনওয়েলথ গেমসে ভারোত্তোলন ইভেন্টে অংশ নিয়ে পঞ্চম হয়েছেন বাংলাদেশের আশিকুর রহমান তাজ। গতকাল শনিবার আসরের দ্বিতীয় দিনে ৫৫ কেজি ওজন শ্রেণিতে মোট ২১১ কেজি ওজন তুলেছেন আশিকুর। স্ন্যাচে ৯৩ কেজি এবং ক্লিন অ্যান্ড জার্কে ১১৮ কেজি ওজন তুলেছেন তিনি। সবমিলিয়ে ১১ জন প্রতিযোগীর মধ্যে আশিকুরের অবস্থান পঞ্চম। একই ইভেন্টে প্রথম হয়েছেন মালয়েশিয়ার প্রতিযোগী। আর দ্বিতীয় হয়েছেন ভারত এবং তৃতীয় হয়েছেন শ্রীলংকার প্রতিযোগী।

পূর্ববর্তী নিবন্ধউন্নয়নের ধারা অব্যাহত রাখতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান
পরবর্তী নিবন্ধপ্রধানমন্ত্রীর মুখ্য সচিবকে চট্টগ্রাম হার্ট ফাউন্ডেশনের সংবর্ধনা