যুক্তরাজ্যে ভারি বৃষ্টি ও ব্যাপক বজ্রঝড়ের পর রাজধানী লন্ডনে বহু এলাকার ঘরবাড়ি, রাস্তা ও রেল স্টেশন পানিতে তলিয়ে যায়। স্থানীয় সময় রোববার বিকালের এ ঘটনায় শহরটিতে যান চলাচলে স্থবিরতা দেখা দেয় বলে সিএনএন জানিয়েছে। খবর বিডিনিউজের।
লন্ডন মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে, প্লাবনের কারণে সেন্ট্রাল লন্ডনকে ঘিরে থাকা প্রধান সড়কগুলোর অন্যতম নর্থ সার্কুলার রোড যান চলাচলে ‘মারাত্মক ব্যাঘাত’ ঘটে। লন্ডনের বেশ কয়েকটি ভূগর্ভস্থ রেল স্টেশন পানিতে তলিয়ে যাওয়ায় ট্রেন চলাচলে বিঘ্ন ঘটে।
রাস্তায় রাস্তায় যানবাহন আটকা পড়ে থাকে আর এই ঝুঁকিপূর্ণ পরিস্থিতিতে ভ্রমণ না করতে লোকজনকে সতর্ক করেন নগরীটির কর্মকর্তারা। সিএনএনকে ইমেইলে পাঠানো এক বিবৃতিতে ট্রান্সপোর্ট ফর লন্ডনের মুখপাত্র বলেছেন, এই ব্যাপক বন্যায় পুরো পরিবহন নেটওয়ার্কজুড়ে সেবা বিঘ্নিত হয়েছে। টিএফএলের ওয়েবসাইট অনুযায়ী, টিউব নামে পরিচিত রেল নেটওয়ার্কের বহু স্টেশন বন্ধ রাখতে হয়েছে। টিএফলের ওই মুখপাত্র বলেছেন, অনেকগুলো বাস রুট পরিবর্তন করতে হয়েছে, কিছু টিউব ও রেল পরিষেবা বিঘ্নিত হয়েছে ও কয়েকটি স্টেশন বন্ধ রাখা হয়েছে। বৃষ্টির কারণে লন্ডনের দুটি হাসপাতাল, নিউহ্যাম বিশ্ববিদ্যালয় হাসপাতাল ও হুয়িপস ক্রস বিশ্ববিদ্যালয় হাসপাতালের কার্যক্রমেও বিঘ্ন ঘটেছে।