টানা ভারী বৃষ্টি এবং পানির ঢলে ডুবে গেছে চট্টগ্রাম–নাজিরহাট রেল লাইন। গতকাল বৃহস্পতিবার ভোররাতে একটানা ভারী বর্ষণের ফলে চট্টগ্রাম–নাজিরহাট রেল লাইনের ক্যান্টনমেন্ট স্টেশনের পর থেকে পুরো লাইন পানিতে ডুবে একাকার হয়ে যায়। এতে বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়গামী কোনো শাটল ট্রেন যেতে পারেনি। যেতে পারেনি নাজিরহাটগামী লোকাল ট্রেনও। ২০ মিনিটের মত বিলম্ব হয়েছে কক্সবাজারগামী সৈকত এঙপ্রেস ট্রেনও।
এই ব্যাপারে ফতেয়াবাদ স্টেশন মাস্টার রোজিনা আক্তার আজাদীকে বলেন, পানিতে রেল লাইন ডুবে যাওয়ার কারণে সকাল বেলার কোনো ট্রেনই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় যেতে পারেনি। সকাল ৭টা ২০ মিনিটে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়গামী ট্রেনটি চট্টগ্রাম স্টেশন থেকে ছেড়ে আসলেও সেটি ক্যান্টনমেন্ট স্টেশনে আটকা ছিল। আমরা স্টেশনে ৭টা ৪০ মিনিটে পৌঁছার কথা ছিল। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যেতে পারেনি। এরপরের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যে ট্রেনটি চট্টগ্রাম স্টেশন থেকে ছেড়ে এসেছে সেটিও যেতে পারেনি। সেটি পাহাড়তলী আমবাগান জংশন কেবিন থেকে আবার চট্টগ্রাম স্টেশনে ফিরে গেছে। নাজিরহাটগামী ২০২১ নম্বারের লোকাল ট্রেনটি সকাল ৮টা ৫৫ মিনিট থেকে ২ ঘণ্টা ক্যান্টনমেন্ট স্টেশনে আটকা ছিল। সকাল সাড়ে ১০টা থেকে পানি কমতে শুরু করেছে। এরপর অন্যান্য সব ট্রেন স্বাভাবিকভাবে গেছে।
হাটহাজারী স্টেশন মাস্টার জয়নাল আবেদীন বলেন, এবার একটানা প্রচুর বৃষ্টিপাত হয়েছে। এবারের মত বৃষ্টিপাত আর হয়নি। ফতেয়াবাদ থেকে নাজিরহাট রেল লাইন পুরোটা পানিতে ডুবে গেছে। চট্টগ্রাম স্টেশন থেকে সকাল সাড়ে ৮টায় ছেড়ে আসা নাজিরহাটগাম লোকাল ট্রেনটি সকাল ৮টা ৫৫ মিনিট থেকে ২ ঘণ্টা ক্যান্টনমেন্ট স্টেশনে আটকা ছিল। ২টার পর থেকে সবকিছু স্বাভাবিক হয়েছে। এই ব্যাপারে জানআলী হাট স্টেশন মাস্টার নেজাম উদ্দিন আজাদীকে বলেন, কঙবাজার রুটের ট্রেনের তেমন কোনো সমস্যা হয়নি। শুধুমাত্র সকাল বেলা চট্টগ্রাম থেকে ছেড়ে আসা সৈকত এঙপ্রেস ২০ মিনিট দেরিতে আমরা স্টেশনে পৌঁছেছে। অন্যান্য সব ট্রেন ঠিক সময়ে গেছে।